পাকিস্তানের বিপক্ষে জয়খরা কাটাতে যা করতে চান লিটন
১৯ জুলাই ২০২৫

পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টিতে বাংলাদেশের অবস্থানটা এমনিতেই বেশ নাজুক। গত মে মাসে সবশেষ সিরিজে তাদের কাছে হোয়াইটওয়াশড হয়েছিল লিটন দাসের দল। তবে এবার ঘরের মাঠে সেই অবস্থা পরিবর্তন করতে নিজেদের সেরা ক্রিকেট খেলার তাগিদ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
পাকিস্তানের বিপক্ষে জাতীয় দলের নিয়মিত সদস্যদের নিয়ে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের সবশেষ জয়টি আসে ২০১৬ সালের মার্চে। মিরপুরে অনুষ্ঠিত এশিয়া কাপের সেই ম্যাচে মাশরাফি বিন মোর্তজার দল জয় পেয়েছিল ৫ উইকেটে। এর আগের বছর একই ভেন্যুতে তারা জিতেছিল ৭ উইকেটে। এরপর ২০২৩ সালের এশিয়ান গেমসে এক ম্যাচে জয় পেলেও সেখানে টেস্ট খেলুড়ে দেশগুলোর কোনো দলেই মূল দলের ক্রিকেটাররা খেলেননি।
সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ২২টি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে কেবল তিনটিতে জিতেছে বাংলাদেশ। তবে এবার সেই পরিসংখ্যান বদলাতে চান লিটন।
শ্রীলঙ্কার মাটিতে সদ্য শেষ হওয়া টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হেরেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। এটি ছিল লঙ্কানদের বিপক্ষে টাইগারদের প্রথম টি-টুয়েন্টি সিরিজ জয়।
শনিবার সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে পাকিস্তানকে হারিয়ে জয় খরা কাটাতে চাওয়া বাংলাদেশ অধিনায়ক বলেন, “আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে। সবকিছু তৈরিই হয় ইতিহাস হওয়ার জন্য, রেকর্ড কিন্তু ভাঙাও হয়। আমরা যদি ভালো ক্রিকেট খেলি তাহলে রেকর্ড ভাঙতে সময় লাগবে না। কিন্তু ওই রেকর্ড চিন্তা না করে আমরা কি করতে পারি, আমাদের কতখানি সক্ষমতা আছে, কতখানি ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে ওই সব জিনিসই পরিবর্তন হয়ে যাবে।”
পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় সিরিজ জয়ের প্রসঙ্গে লিটন বলেন, “চেষ্টার কখনও কমতি থাকবে না। শুধু দুইটা কেন, যদি ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজও হয়, আমাদের একই মানসিকতা থাকবে, একই লক্ষ্য থাকবে সিরিজ জেতার। তবে নির্দিষ্ট ম্যাচে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।”
“শ্রীলঙ্কায় দুইদিন আগে যেটা ঘটে গেছে ওটা অতীত। এখন এটা নতুন জায়গা, নতুন ভেন্যু- সবকিছু নতুনভাবে নিতে হবে। নতুন চ্যালেঞ্জ আসবে। আমরা প্রস্তুত এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য। দেখি কী হয়।”
মন্তব্য করুন: