সাকিবের দুবাইকে বিদায় করে ফাইনালে রংপুর রাইডার্স

১৭ জুলাই ২০২৫

সাকিবের দুবাইকে বিদায় করে ফাইনালে রংপুর রাইডার্স

বল হাতে আলো ছড়ালেও ব্যাট হাতে আবারও ব্যর্থ হলেন সাকিব আল হাসান। অন্যদিকে সৌম্য সরকার নুরুল হাসান সোহানের ব্যাটে লড়াকু সংগ্রহ পাওয়ার পর সাইফ হাসান খালেদ আহমেদের বোলিং নৈপুণ্যে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। দুবাই ক্যাপিটালসকে রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বুধবার গায়ানায় টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে উইকেটে ১৫৮ রানের সংগ্রহ পায় রংপুর। জবাবে বল আগে ১৫০ রানে অলআউট হয় দুবাই।

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জয় দিয়ে আসর শুরু করার সংযুক্ত আরব আমিরাতের দলটি পরের তিন ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এই ম্যাচগুলোয় সাকিবও নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন।

রংপুরের বিপক্ষে মিতব্যয়ী বোলিংয়ে সাকিব ওভারে ১৬ রান দিয়ে নেন এক উইকেট। তবে ব্যাটিংয়ে ফেরেন বলে রান করে। আগের দুই ম্যাচেও ব্যাট হাতে দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। বল হাতেও ছিলেন উইকেটশূন্য।

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ইব্রাহিম জাদরানের () উইকেট হারায় রংপুর। তবে সৌম্য কাইল মায়ার্সের ব্যাটে খুব বেশি অসুবিধায় পড়তে হয়নি তাদের। এই জুটি থেকে আসে ২১ বলে ৩৭ রান। এই জুটি ভাঙার পর কমে আসে রানের গতি। মাহিদুল ইসলাম অঙ্কনের (১১) বিদায়ের পর দ্রুত সাজঘরের পথ দেখেন সৌম্যও। ৩৬ রান করা এই ব্যাটারকে তুলে নেন সাকিব।

এরপর ইফতিখার আহমেদের অপরাজিত ৪১ এবং শেষ দিকে অধিনায়ক সোহানের ঝড়ো ৩৪ রানের সুবাদে লড়াই করার মতো সংগ্রহ পায় রংপুর।

রান তাড়ায় স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দুবাই। পাওয়ারপ্লেতে ৩৮ রান তুলতে হারায় উইকেট। চতুর্থ উইকেটে সেদিকউল্লাহ আটাল সঞ্জয় কৃষ্ণমূর্তির ৪৮ রানের জুটিতে ম্যাচে ফেরার আভাস দিলেও তা হতে দেননি রকিবুল ইসলাম। ১৩তম ওভারে সাকিব আটালকে (৩৮) তুলে নেন সাইফ।

শেষ দিকে কাইস আহমেদের ঝড়ো ১৮ রানের ইনিংসে নাটকীয় কিছুর আভাস দেয় দুবাই। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। সাইফের শিকার উইকেট, খালেদ নেন দুটি।

শিরোপা লড়াইয়ে বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে রংপুরের প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

মন্তব্য করুন: