শেখ মাহেদিকে চার নম্বরে ব্যাটিংয়ে পাঠানোর প্রসঙ্গে হেড কোচ ফিল সিমন্স।
আমি দেখেছি, এমন একজনকে পাঠানো হচ্ছে, যিনি তখন পেসারদের সামলাতে পারতেন। তখনও পাওয়ারপ্লে চলছিল, তাই সে ফাস্ট বোলারদের বিপক্ষে বেশি খেলতে পারত ▷ ২৬ সেপ্টেম্বর ২০২৫ মন্তব্য করুন: আরো পড়ুন আমি গত এক-দুই বছর ধরে এভাবেই খেলছি। শুধু নিজের ব্যাটিংটা উপভোগ করছি, এইটুকুই ▷ স্যার অ্যালেক্স ফার্গুসন এবং আর্সেন ওয়েঙ্গারের পাশে থাকা আমার জন্য সম্মানের। আমি তাদের দুজনকেই একটা ভালো ডিনারে আমন্ত্রণ জানাব ▷ ভারত এই টুর্নামেন্টে যা করেছে, তা খুবই হতাশাজনক। হাত না মিলিয়ে তারা আমাদেরকে অসম্মান করছে না, ক্রিকেটকেই অসম্মান করছে ▷ আমি ক্রিকেট খেলা শুরু করার পর থেকে কিংবা দেখা শুরু করার পর থেকে এমন কিছু দেখিনি যে, চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হয়ন। ট্রফি আমাদের প্রাপ্য ছিল ▷
মন্তব্য করুন: