শরিফুলের নৈপুণ্যে সিরিজ জিতল বাংলাদেশ

৪ অক্টোবর ২০২৫

শরিফুলের নৈপুণ্যে সিরিজ জিতল বাংলাদেশ

আফগানিস্তানকে দেড়শর আগে আটকাতে বল হাতে বড় ভূমিকা রেখেছিলেন শরিফুল ইসলাম। এরপর লক্ষ্য তাড়ায় দলকে জেতাতে ব্যাট হাতে রাখলেন অবদান। তার ও নুরুল হাসান সোহানের ব্যাটিং নৈপুণ্যে ২ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

শুক্রবার শারজায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৫ উইকেটে ১৪৭ রান তুলতে পারে আফগানিস্তান। জবাবে ৫ বল আগে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।

বল হাতে ৪ ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৬ বলে ২ চারে ১১ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেওয়া শরিফুল হয়েছেন ম্যাচসেরা। অপরপ্রান্তে ২১ বলে ৩ ছক্কা ও ১ চারে ৩১ রানে অপরাজিত থাকেন সোহান।

ঘরের বাইরে আফগানদের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টি সিরিজ জয়। এর আগে ২০১৮ সালের জুনে ভারতের দেহরাদুনে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হয়েছিল তারা।

লক্ষ্য তাড়ায় প্রথম ৫ ওভারের ভেতর ২৪ রানে তিন টপ-অর্ডারকে হারায় বাংলাদেশ। গত ম্যাচে ফিফটি হাঁকানো দুই ওপেনার তানজিদ হোসেন তামিম (২) ও পারভেজ হোসেন ইমনকে (২) তুলে নেন আজমতউল্লাহ ওমারজাই। ১৮ রান করা সাইফ হাসান ফেরেন মুজিব উর রহমানের বলে।

চতুর্থ উইকেটে পাল্টা আক্রমণে দলকে বিপর্যয়ের হাত থেকে বাঁচান সিরিজের অধিনায়ক জাকের আলী ও শামীম হোসেন। তবে রশিদ খানের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়ে জাকের ফিরলে (৩২) ভাঙে ৫৬ রানের জুটিটি। এরপর শামীম-সোহান মিলে দলকে জয়ের পথে নিয়ে যেতে থাকেন। কিন্তু নূর আহমেদকে রিভার্স সুইপ করতে গিয়ে শামীম (৩৩) ক্যাচ দিয়ে ফিরলে থামে ৩২ রানের জুটি।

১৭তম ওভারের শেষ বলে নাসুম আহমেদকে (১০) বোল্ড করে ম্যাচে নাটকীয় কিছুর ইঙ্গিত দেন রশিদ। ওমারজাইয়ের পরের ওভারে মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেনের বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে নূরের করা ১৯তম ওভারে ১৭ রান নিয়ে তা দূর করেন সোহান ও শরিফুল।

টস হেরে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানের উদ্বোধনী জুটি থেকে আসে ৫৫ রান। রিশাদের করা ইনিংসের অষ্টম ওভারে পরপর দুটি ছক্কা হাঁকানোর পর আরেকটি ছক্কা হাঁকাতে গিয়ে সেদিকউল্লাহ আতালের (২৩) বিদায়ে এই জুটি ভাঙে। আরেক ওপেনার ইব্রাহিম জাদরানকে (৩৮) ফেরান নাসুম। পরের ওভারে নিজের দ্বিতীয় উইকেট নেন রিশাদ। ২ ছক্কায় ১৪ রান করা দারউইশ রাসুলিকে ফিরিয়ে আফগানদের চাপ আরও বাড়িয়ে দেন নাসুম।

রহমানউল্লাহ গুরবাজ ও ওমারজাই রানের গতি বাড়ানোর চেষ্টা চালালেও পেসারদের নৈপুণ্যে তা আর হয়নি। ১৭তম ওভারের দ্বিতীয় বলে দারুণ এক ইয়োর্কারে গুরবাজকে (৩০) বোল্ড করেন শরিফুল। বাঁহাতি এই পেসারসহ মুস্তাফিজুর রহমান ও সাইফউদ্দিনের কল্যাণে শেষ চার ওভারে এক উইকেট হারিয়ে ৩০ রান তুলতে পারে আফগানরা। দুটি করে উইকেট নেন রিশাদ ও নাসুম।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: