অ্যাশেজের শুরুতে কামিন্সের খেলা নিয়ে শঙ্কা

৮ অক্টোবর ২০২৫

অ্যাশেজের শুরুতে কামিন্সের খেলা নিয়ে শঙ্কা

পিঠের নিচের অংশের চোটের কারণে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে প্যাট কামিন্সের মাঠে নামার সম্ভাবনা দিন দিন কমছে। ইংল্যান্ডের বিপক্ষে মর্যাদার এই লড়াই শুরু হওয়ার ছয় সপ্তাহ বাকি থাকলেও এখনও বোলিং অনুশীলন শুরু করতে পারেননি অস্ট্রেলিয়া অধিনায়ক।

বুধবার অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম নিউজ নাইন ও নিউজ লিমিটেডের প্রতিবেদনে বলা হয়, সবশেষ স্ক্যানের পর কামিন্সের পিঠের নিচের অংশের হাড়ের চোটের উন্নতি লক্ষ্য করা গেছে। তবে বোলিংয়ে ফেরার মতো পর্যায়ে এখনও তিনি আসেননি।

অন্যদিকে ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, কামিন্সের পুনর্বাসন প্রক্রিয়া চলমান রয়েছে। কিন্তু ডানহাতি এই পেসার কবে নাগাদ বোলিংয়ে ফিরবেন কিন্তু অ্যাশেজের প্রথম টেস্টে খেলবেন কি না, নাকি পুরো সিরিজেই তাকে বাইরে রাখা হবে – সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।

গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের পর থেকে আর বোলিং করেনি কামিন্স। তার চোটের বিষয়টি নিশ্চিত হওয়ার পর গত মাসের শুরুর দিকে ডানহাতি এই পেসার জানিয়েছিলেন, ঝুঁকি নিয়ে হলেও অ্যাশেজে খেলতে চান তিনি।

তবে আগামী ২১ নভেম্বর পার্থে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের আগে কামিন্সের শারীরিক অবস্থার যেভাবে উন্নতি হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত তা হয়নি।

অ্যাশেজের প্রথম তিন টেস্টের মাঝে প্রতিটি ম্যাচের আগে আট দিনের করে বিরতি আছে। আগামী ৪ ডিসেম্বর ব্রিসবেনে দ্বিতীয় ও ১৭ ডিসেম্বর অ্যাডিলেইডে তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। দলে ফিরতে কামিন্সের যদি বাড়তি সময়ের প্রয়োজন হয়, সেক্ষেত্রে মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও স্কট বোল্যান্ডকে দিয়ে পেস আক্রমণ সামলাতে পারবে অস্ট্রেলিয়া।

অন্যদিকে কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন স্টিভেন স্মিথ। ২০২১ সালে কামিন্স দায়িত্ব নেওয়ার পর তার অবর্তমানে ছয়বার দলের অধিনায়ক হয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। সব মিলিয়ে অস্ট্রেলিয়াকে ৪০ টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি।

মন্তব্য করুন: