সিরাজ-বুমরাহর আগুন ঝরানো বোলিংয়ের পর রাহুলের ফিফটি
২ অক্টোবর ২০২৫

শুরুটা করেছিলেন মোহাম্মদ সিরাজ। আর শেষটা করলেন যশপ্রীত বুমরাহ। ডানহাতি এই দুই পেসারের তোপে দুই সেশনও টিকল না ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। এরপর ব্যাট হাতে লোকেশ রাহুলের অপরাজিত ফিফটিতে বড় লিড নেওয়ার দিকে এগুচ্ছে ভারত।
বৃহস্পতিবার আহমেদাবাদে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৬২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১২১ রান। রাহুল ৫৩ ও শুভমান গিল ১৮ রানে অপরাজিত আছেন।
ঘরের মাঠে মৌসুমের প্রথম টেস্ট খেলতে নামা ভারতকে বল হাতে দুর্দান্ত শুরু এনে দেন সিরাজ। ইনিংসের চতুর্থ ওভারেই টেগনারায়ন চন্দ্রপলকে (০) তুলে নেন তিনি। এরপর জন ক্যাম্পবেলকে (৮) কট বিহাইন্ড করান বুমরাহ।
২০ রানের ভেতর দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া ক্যারিবিয়ানরা বুমরাহ-সিরাজের পেস তোপ সামলাতে ভালোই হিমশিম খায়। পরপর দুই ওভারে অ্যালিক অ্যাথানেজ (১২) ও ব্রেন্ডন কিংয়ের (১৩) উইকেট তুলে নেন সিরাজ।
অধিনায়ক রোস্টন চেইজ ও শাই হোপের ব্যাটে শুরুর বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করে সফরকারীরা। তবে সেই পথে বাধা হয়ে দাঁড়ান কুলদীপ যাদব। হোপকে (২৬) বোল্ড করে পঞ্চম উইকেটের ৪৮ রানের জুটি ভাঙেন এই রিস্ট স্পিনার।
মধ্যাহ্ন ভোজের বিরতির পর চেইজকে (২৪) ফিরিয়ে নিজের চতুর্থ শিকারটি ধরেন সিরাজ। এরপর জাস্টিন গ্রিভস ছাড়া বোলারদের সামনে আর কেউ তেমন সুবিধা করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৪ ওভার ১ বলে শেষ হয় ক্যারিবিয়ানদের ইনিংস। সর্বোচ্চ ৩২ রান করেন গ্রিভস।
৪ উইকেট নেন সিরাজ। বুমরাহর শিকার ৩ টি।
যশস্বী জয়সোয়াল ও রাহুলের ব্যাটে শুরুটা দারুণ হয় ভারতের। জয়সোয়ালকে (৩৬) ফিরিয়ে ৬৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন জেইডেন সিলস। দ্রুত সাজঘরের পথ দেখেন সাই সুদর্শনও (৭)। তবে দিনের বাকিটা সময় দলের আর কোনো বিপদ হতে দেননি রাহুল ও অধিনায়ক গিল। দিনের শেষ দিকে ক্যারিয়ারের ২০তম ফিফটি তুলে নেন রাহুল।
মন্তব্য করুন: