প্রথমবারের মতো আইএল টি-টুয়েন্টিতে সাকিব-তাসকিন
২ অক্টোবর ২০২৫

প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি আসর ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টুয়েন্টিতে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। বুধবারের নিলামে শুরুতে বাংলাদেশের এই দুই ক্রিকেটার অবিক্রীত থাকলেও শেষ মুহূর্তে তারা দল পেয়েছেন।
সাকিবকে দলে নিয়েছে এমআই এমিরেটস। আইপিএলের মুম্বাই ইন্ডিয়ানস ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকা দলটি বাঁহাতি এই অলরাউন্ডারকে তার ভিত্তিমূল্য ৪০ হাজার ডলারে দলে ভিড়িয়েছে। অন্যদিকে ভিত্তিমূল্য ৮০ হাজার ডলার দিয়ে তাসকিনকে নিয়েছে শারজা ওয়ারিয়র্স।
নিলামের আগেই গত আগস্টে ইংল্যান্ডের পেসার লুক উডের বদলি হিসেবে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল দুবাই ক্যাপিটালস। ফলে এবারের আসরে বাংলাদেশের তিন ক্রিকেটারকে খেলতে দেখা যেতে পারে।
বিশ্বের প্রায় সব দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা সাকিব এবারই প্রথম আরব আমিরাতের লিগটিতে মাঠে নামতে যাচ্ছেন। এই দলে সতীর্থ হিসেবে সাকিব পাবেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস, আরেক ইংলিশ তারকা জনি বেয়ারস্টো, আফগানিস্তানের ফজলহক ফারুকি ও এএম গাজানফার, ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড এবং শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে।
এই নিয়ে দ্বিতীয়বারের মতো দেশের বাইরের কোনো লিগে খেলার সুযোগ পেলেন বল হাতে দুর্দান্ত ছন্দে থাকা তাসকিন। এর আগে গত বছর লঙ্কা প্রিমিয়ার লিগে তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি।
শারজার দলটিকে তাসকিনের সতীর্থ হিসেবে আছেন ভারতের দিনেশ কার্তিক, জিম্বাবুয়ের সিকান্দার রাজা, অস্ট্রেলিয়ার টিম ডেভিড, নিউ জিল্যান্ডের টিম সাউদি এবং ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস ও জেইডেন সিলসের মতো তারকারা।
দুবাইয়ে মুস্তাফিজ সঙ্গী হিসেবে পাবেন আফগানিস্তানের মোহাম্মদ নবী ও গুলবাদিন নাইব, ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েল এবং নিউ জিল্যান্ডের জিমি নিশামদের।
তবে আইএল টি-টুয়েন্টিতে তাসকিন ও মুস্তাফিজের অংশগ্রহণ করা নিয়ে শঙ্কা রয়েছে। আগামী ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত হবে টুর্নামেন্টের চতুর্থ আসরটি। অন্যদিকে ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজন করতে চায় বিসিবি। সেটি হলে আরব আমিরাতের লিগটিতে বাংলাদেশের এই দুই পেসার হয়তো শুরুর দিকের কয়েকটি ম্যাচ খেলতে পারবেন।
মন্তব্য করুন: