আর্জেন্টিনা দলে ডাক পেলেও ভেনেজুয়েলার বিপক্ষে মেসির খেলা নিয়ে শঙ্কা

৪ অক্টোবর ২০২৫

আর্জেন্টিনা দলে ডাক পেলেও ভেনেজুয়েলার বিপক্ষে মেসির খেলা নিয়ে শঙ্কা

অক্টোবরের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দলে ফিরেছেন লিওনেল মেসি। তবে ক্লাবের ম্যাচ থাকায় ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম ম্যাচে আটবারের ব্যালন ডিঅর জয়ী তারকার খেলা এখনও অনিশ্চিত।

যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে শুক্রবার ২৮ সদস্যের দল ঘোষণা করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন চেলসির মিডফিল্ডার এনসো ফের্নান্দেস।

গত সেপ্টেম্বরে একুয়েডরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে মেসিকে ছাড়াই খেলতে গিয়েছিল আর্জেন্টিনা। সে সময় স্কালোনি জানিয়েছিলেন, ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে বিশ্রামের সুযোগ করে দিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তবে এবার দলে থাকলেও ভেনেজুয়েলার বিপক্ষে আগামী ১০ অক্টোবরের ম্যাচে মেসি ও তার ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো দি পলের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ এর পরদিন ঘরের মাঠে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মেজর লিগ সকারের (এমএলএস) গুরুত্বপূর্ণ ম্যাচ আছে মায়ামির।

ভেনেজুয়েলার বিপক্ষে মেসি ও দি পলের খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্নে মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো শুক্রবার বলেন, “এই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করছি, আপনারা জানতে পারবেন।

ফ্লোরিডার মায়ামি গার্ডেনে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর ১৩ অক্টোবর শিকাগোয় পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১৮ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস, জেরোনিমো রুল্লি, ওয়ালতার বেনিতেস, ফাকুন্দো

ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বেলার্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, লাউতারো রিভেরো, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, আনিবাল মরেনো, রদ্রিগো দি পল, এনসো ফের্নান্দেস, নিকোলাস পাস, জিওভানি লো সেলসো, আলেক্সিস মাক আলিস্তের, থিয়াগো আলমাদা

ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্তিনেস, নিকোলাস গনসালেস, জুলিয়ানো সিমিওনে, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, হোসে মানুয়েল লোপেস

মন্তব্য করুন: