বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
২ অক্টোবর ২০২৫

তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনের বোলিং নৈপুণ্যে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল আফগানিস্তান। তবে রহমানউল্লাহ গুরবাজ ও মোহাম্মদ নবীর দৃঢ়তায় লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে তারা। জয় দিয়ে সিরিজ শুরু করতে ১৫২ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার শারজায় সিরিজের প্রথম টি-টুয়েন্টি টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৫১ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।
ব্যাটিংয়ে নেমে তাসকিন আহমেদের প্রথম ওভারে তিনটি চার মেরে ভালো শুরুর ইঙ্গিত দেন ইব্রাহিম জাদরান। তবে তা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তিনি। চতুর্থ ওভারে তাকে বোল্ড করে ২৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাসুম আহমেদ। পরের ওভারে বোলিংয়ে এসে আরেক ওপেনার সেদিকউল্লাহ আতালকে (১০) ফেরান তানজিম।
পরের ওভারে গুরবাজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউটে কাটা পড়েন দারউইশ রাসুলি। পাওয়ারপ্লে শেষে বোলিংয়ে এসে উইকেট শিকারে যোগ দেন রিশাদ। ৪০ রানের ভেতর ৪ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তুলতে চেষ্টা করেন গুরবাজ ও আজমতউল্লাহ ওমারজাই। তবে ওমারজাইকে (১৮) ফিরিয়ে ৩৩ রানের এই জুটি ভেঙে দলকে স্বস্তি এনে দেন রিশাদ।
ব্যক্তিগত ৩৪ রানে জীবন পেয়েও তা কাজে লাগাতে পারেননি গুরবাজ। ৪০ রান করা এই ব্যাটারকে তুলে নিয়ে আফগানদের বড় সংগ্রহের পথ প্রায় বন্ধ করে দেন তানজিম। কিন্তু নবীর নৈপুণ্যে তা আর হয়নি। তাসকিনের করা ১৮তম ওভারে আউট হওয়ার আগে তিনটি ছক্কা হাঁকান তিনি। সেই ওভার থেকে আসে মোট ২২ রান। ২৫ বলে নবী ফেরেন ৩৮ রান করে।
শেষ ওভারে ১৪ রান এলে দেড়শ পার করে আফগানিস্তান। দুটি করে উইকেট নেন তানজিম ও রিশাদ।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।
মন্তব্য করুন: