টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সেরা বিশে সাইফ

৮ অক্টোবর ২০২৫

টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সেরা বিশে সাইফ

জাতীয় দলে ফেরার পর থেকেই ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে সাইফ হাসান এবার টি-টুয়েন্টি ব্যাটারদের ্যাঙ্কিংয়ের সেরা বিশে প্রবেশ করেছেন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় শেষ টি-টুয়েন্টিতে ম্যাচ জেতানো ইনিংস খেলে ক্যারিয়ার সেরা ্যাঙ্কিংয়ে অবস্থান করছেন এই টপ-অর্ডার ব্যাটার।

বুধবার আইসিসির প্রকাশিত ্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন সাইফ। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এই ফরম্যাটে সবার ওপরে আছেন তিনি।

গত রোববার ৩৮ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে আফগানিস্তানকে টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করতে বড় ভূমিকা রাখেন সাইফ। ম্যাচ সেরার পুরস্কার পাওয়া ইনিংসটিতে ৭টি ছক্কা ২টি চার মেরেছিলেন ডানহাতি এই ব্যাটার।

অন্যদিকে ্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দুই ওপেনার তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমনেরও। প্রথম টি-টুয়েন্টিতে ফিফটি হাঁকানোর পর শেষ ম্যাচে ৩৩ রানের ইনিংস খেলা তানজিদ ৪৩ নম্বর থেকে ৩৭তম স্থানে এসেছেন। অন্যদিকে প্রথম টি-টুয়েন্টিতে ৫৪ রানের ম্যাচসেরার ইনিংস খেলা ইমন ৭১তম স্থান থেকে ৫৩ নম্বরে এসেছেন।

নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে বিধ্বংসী ব্যাটিংয়ে ১৩ ধাপ এগিয়ে যৌথভাবে ১০ নম্বরে আছেন মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার অধিনায়কের সঙ্গে একই স্থানে আছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। এছাড়া শীর্ষ দশে আর কোনো পরিবর্তন আসেনি। যথারীতি শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা। দুইয়ে ইংল্যান্ডের ফিল সল্ট তিনে ভারতের তিলক ভার্মা।

টি-টুয়েন্টি বোলারদের ্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন নাসুম আহমেদ। আফগানদের বিপক্ষে উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার পাওয়া বাঁহাতি এই স্পিনার ১৩১ নম্বর থেকে ৪৪তম স্থানে এসেছেন। এছাড়া বোলারদের মধ্যে ধাপ এগিয়ে ৩৩ নম্বরে আছেন তানজিম হাসান সাকিব। ২১ ধাপ এগিয়ে যৌথভাবে ৪৯তম স্থানে আছেন শরিফুল ইসলাম। বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে থাকা মুস্তাফিজুর রহমান আছেন ১২ নম্বরে।

বাংলাদেশ সিরিজের তিন ম্যাচে উইকেট নিয়ে ছয় ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন আফগান অধিনায়ক রশিদ খান। গত বছর জুনের পর এই লেগ স্পিনারের এটিই সেরা অবস্থান। বোলারদের তালিকার শীর্ষে আছেন ভারতের বরুণ চক্রবর্তী।

মন্তব্য করুন: