আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ঢাকা ও সিলেটে

৪ অক্টোবর ২০২৫

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ঢাকা ও সিলেটে

আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী নভেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট ও ঢাকায়।

শনিবার রাতে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করা হয়।

আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল‍্যান্ড। ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট ১৯ নভেম্বর শুরু হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

২০২৩ সালের এপ্রিলে এই মাঠেই হয়েছিল দুই দলের একমাত্র টেস্টটি। সেখানে ৭ উইকেটে জিতছিল বাংলাদেশ।

সিরিজের দুটি ম্যাচে খেলতে পারলে প্রথম বাংলাদেশি হিসেবে ১০০টি টেস্ট খেলার কীর্তি গড়বেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ম্যাচটি হবে অভিজ্ঞ এই ব্যাটারের ক্যারিয়ারের শততম টেস্ট।

২৭ নভেম্বর শুরু হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি। ২৭ নভেম্বর ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পরের দুই ম্যাচ। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামে।

মন্তব্য করুন: