র্যাঙ্কিংয়ে রেকর্ড অভিষেকের, অলরাউন্ডারের শীর্ষে আইয়ুব
১ অক্টোবর ২০২৫

এশিয়া কাপে ব্যাট হাতে বিষ্ফোরক সব ইনিংস খেলেছেন অভিষেক শর্মা। ধারাবাহিক পারফরম্যান্সে টি-টুয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান মজবুত তো করেছেনই, ভারতের এই ওপেনার এবার গড়েছেন সবচেয়ে বেশি রেটিং পয়েন্টের রেকর্ডও। অন্যদিকে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে প্রথমবারের শীর্ষে উঠেছেন পাকিস্তানের সাইম আইয়ুব।
বুধবার আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে থাকা অভিষেকের রেটিং পয়েন্ট ৯২৬। ভেঙে দিয়েছেন টি-টুয়েন্টিতে ডাভিড মালানের গড়া সবচেয়ে বেশি ৯১৯ রেটিং পয়েন্টের রেকর্ড। ২০২০ সালে ইংল্যান্ডের এই টপ-অর্ডার ব্যাটার এই রেকর্ড গড়েছিলেন।
বাংলাদেশের বিপক্ষে গত বুধবার সুপার ফোরের ম্যাচে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মালানকে পেছনে ফেলেছিলেন অভিষেক। সেই ম্যাচের পর তার রেটিং পয়েন্ট ছিল ৯২৮। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ রানের ইনিংস খেলার পর বাঁহাতি এই ওপেনারের রেটিং পয়েন্ট দাঁড়ায় ৯৩১। তবে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ৫ রান করে আউট হওয়ায় তার ৫ পয়েন্ট কমে যায়।
গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ২৫ বছর বয়সী এই ব্যাটার ভারতকে নবম এশিয়া কাপের শিরোপা জেতাতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ৭ ইনিংসে তিন ফিফটি এবং প্রায় ৪৫ গড় ও ২০০ স্ট্রাইক রেটে ৩১৪ রান করে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন তিনি।
অভিষেকের আগে ভারতীয় ব্যাটারদের মধ্যে ৯০০ এর বেশি রেটিং পয়েন্ট পেয়েছিলেন সূর্যকুমার যাদব (৯১২) ও বিরাট কোহলি (৯০৯)।
অভিষেকের চেয়ে ৮২ রেটিং পয়েন্ট কম নিয়ে তালিকার দুই নম্বরে আছেন ইংল্যান্ডের ফিল সল্ট। আগের মতোই তিন ও চার নম্বরে আছেন যথাক্রমে ভারতের তিলক ভার্মা ও ইংল্যান্ডের জস বাটলার। ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে সেঞ্চুরি হাঁকানো শ্রীলঙ্কার পাতুম নিসাঙ্কা ২ ধাপ এগিয়ে আছেন পঞ্চম স্থানে।
টি-টুয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ২৩১ রেটিং পয়েন্টে শীর্ষস্থান দখল করেছেন আইয়ুব। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ব্যর্থ পাকিস্তানের এই ক্রিকেটার ৭ ইনিংসের মধ্যে শূন্য রানে আউট হন ৪ বার। তবে বল হাতে ছিলেন দুর্দান্ত। শিকার করেন ৮ উইকেট।
তালিকায় একধাপ নিচে নামা ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার রেটিং পয়েন্ট ২৩৩। তিনে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবীর রেটিং পয়েন্ট ২৩১।
টি-টুয়েন্টি বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের বরুণ চক্রবর্তী। দুইয়ে আছেন নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি। ২ ধাপ এগিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পা।
মন্তব্য করুন: