লিটনকে ছাড়া খেলা কষ্টের: জাকের
১ অক্টোবর ২০২৫

এশিয়া কাপের ব্যর্থতার পর আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তবে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় নিয়মিত অধিনায়ক লিটন দাসকে ছাড়াই খেলতে হবে দলকে। এমন অবস্থায় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক জানিয়েছেন, লিটনকে ছাড়া খেলাটা তাদের জন্য কষ্টের হবে।
বৃহস্পতিবার শারজায় সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। এর আগে বুধবার ট্রফি উন্মোচন ও সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিটনের অনুপস্থিতি এশিয়া কাপে সুপার ফোরের শেষ দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেন জাকের। সেবারই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে কোনো দলকে নেতৃত্ব দিয়েছিলেন এই উইকেটকিপার-ব্যাটার।
এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরের জন্য নেওয়া প্রস্তুতির সঙ্গে আফগান সিরিজেরও প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে জানিয়ে জাকের বলেন, “এশিয়া কাপের আগেই জানতাম আফগানিস্তানের সাথে সিরিজ আছে। তাই এই সিরিজের প্রস্তুতিও ছিল। এশিয়া কাপে ভালো কিছু ম্যাচ খেলেছি। ফলাফল হয়ত পক্ষে আসেনি। এখন সব মনোযোগ এই সিরিজেই।”
লিটনকে ছাড়া ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দুটোয় বাংলাদেশকে নেতৃত্ব, কিপিং ও ব্যাটিং – তিন ক্ষেত্রেই ভুগতে দেখা যায়। তার না থাকাটা যে দলের জন্য বড় ধাক্কা ছিল, সেটি স্বীকার করে নিয়েছেন জাকের।
“লিটনের না থাকা আমাদের জন্য কষ্টের। ও আমাদের অধিনায়ক, ব্যাট হাতেও অনেক ভালো করছিল। ওর অনুপস্থিতি এশিয়া কাপে ভুগিয়েছে। তবে সামনে এগিয়ে যেতেই হবে। ভালো করার চেষ্টা করে যেতে হবে।”
এশিয়া কাপের আগে দলের পাওয়ার হিটিং বাড়াতে বিশেষজ্ঞ কোচ হিসেবে জুলিয়ান উডকে এনেছিল বিসিবি। কিন্তু মাঠের পারফরম্যান্সে পাওয়ার হিটিং তো দূরের কথা, বেশির ভাগ ব্যাটার তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি। বিশেষ করে ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ১৩৬ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো।
দলের এমন ব্যর্থতার দায়ভার পুরোটা নিজেদেরকেই দিয়ে জাকের বলেন, “(উডের কোচিং) কাজে লেগেছে বলতে আমরা ভালোভাবে প্রদান করতে পারিনি। কাজ তো অবশ্যই ভালো হয়েছে। আমরা ভালো ডেলিভার করতে পারিনি, ওর দোষ দিয়ে তো লাভ নেই। পারিনি এটার জন্য আমরাই দায়ী। তবে কাজ ভালো হয়েছে এশিয়া কাপের আগে।”
“ব্যর্থতা তো… আমরা আমাদের কাজ করছি। মাঠে গিয়ে ব্যর্থ হলে কোচকে বা কাজগুলোকে দোষ দেওয়ার কিছু নেই। এটার দায়ভার আমাদেরই নিতে হবে। আমরাই দায়ী। চেষ্টা করব সামনে যেন এসব না হয়।”
মন্তব্য করুন: