ওয়ানডে অভিষেক সাইফের, একাদশে সোহানও
৮ অক্টোবর ২০২৫

টি-টুয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ওয়ানডেতে অভিষেক হয়েছে সাইফ হাসানের। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের একাদশে জায়গা পেয়েছেন ডানহাতি এই ব্যাটার। এছাড়া দুই বছর পর ওয়ানডে খেলতে নামবেন নুরুল হাসান সোহান।
বুধবার আবু ধাবিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
গত আগস্টে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার পর থেকে দুর্দান্ত ছন্দে আছেন সাইফ। এখন পর্যন্ত খেলা ৯ ইনিংসে ১৩৯ দশমিক ৩৬ স্ট্রাইক রেটে রান করেছেন ৩০৮। ফিফটি হাঁকিয়েছেন তিনটি। এশিয়া কাপে ৪ ইনিংসে ১৭৮ করে হয়েছিলেন দলের সর্বোচ্চ রান-সংগ্রাহকও। আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৬৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েছিলেন তিনি।
অন্যদিকে ২০২৩ সালের সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো ওয়ানডে একাদশে জায়গা পেলেন সোহান। এখন পর্যন্ত এই ফরম্যাটে খেলা পাঁচ ইনিংসে ১৬৫ রান করেছেন তিনি। আফগানদের হোয়াইটওয়াশড করা টি-টুয়েন্টি সিরিজের সব ম্যাচেই অপরাজিত ছিলেন ডানহাতি এই ব্যাটার।
১ম ওয়ানডেতে বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভীর ইসলাম।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]
মন্তব্য করুন: