অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে বাদ লাবুশেন, ফিরলেন স্টার্ক
৭ অক্টোবর ২০২৫

ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন মার্নাস লাবুশেন। ডাক পেয়েছেন তার রাজ্য দলের সতীর্থ ম্যাট রেনশ। অন্যদিকে গত নভেম্বরের পর আবারও এই ফরম্যাটে খেলার অপেক্ষায় আছেন মিচেল স্টার্ক।
মঙ্গলবার মিচেল মার্শকে অধিনায়ক করে ঘরের মাঠের আসন্ন এই সিরিজের জন্য দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অফ ফর্মের কারণে ওয়ানডে দল থেকে লাবুশেনের বাদ পড়াটা অনেকটাই অনুমিতই ছিল। সবশেষ ১০ ইনিংসে ডানহাতি এই ব্যাটার ফিফটির দেখা পাননি একবারও। গত আগস্টে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেই বাদ পড়তে পারতেন তিনি। কিন্তু ম্যাথিউ শর্ট চোটে পড়ায় সেবার দলে ছিলেন এই টপ-অর্ডার ব্যাটার।
দল থেকে বাদ পড়ায় শেফিল্ড শিল্ডে আরও ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন লাবুশেন, যা তাকে অ্যাশেজের জন্য টেস্ট দলে জায়গা ফিরে পেতে সহায়তা করবে। সোমবার কুইনসল্যান্ডের হয়ে প্রথম রাউন্ডের ম্যাচে ১৬০ রানের ইনিংস খেলেন তিনি।
অন্যদিকে ২০২২ সালের পর আবারও ওয়ানডে দলে ডাক পাওয়া রেনশ আছেন অভিষেকের অপেক্ষায়। ২০২১ সালের নভেম্বর থেকে ৫০ ওভারের ক্রিকেটে দুর্দান্ত সময় পার করছেন বাঁহাতি এই ব্যাটার। লিস্ট ‘এ’ ম্যাচে ক্যারিয়ারের সাত সেঞ্চুরির ছয়টিই তিনি এই সময়ে হাঁকিয়েছেন, রান তুলেছেন ৪৮ দশমিক ৬৮ গড়ে।
গত বছর নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলার পর এই ফরম্যাটে আর মাঠে নামেননি স্টার্ক। চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকলেও চোটের কারণে শেষ পর্যন্ত নিজেকে সরিয়ে নেন বাঁহাতি এই পেসার। ১২৭ ওয়ানডেতে এখন পর্যন্ত তিনি ২৪৪ উইকেট নিয়েছেন।
এদিন ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটির দলও ঘোষণা করা হয়েছে। সদ্য শেষ হওয়া নিউ জিল্যান্ডের সিরিজের আগে পাওয়া চোটের কারণে দলে নেই গ্লেন ম্যাক্সওয়েল। অন্যদিকে ওয়ানডে দলে থাকলেও অ্যাশেজ প্রস্তুতির জন্য এই সিরিজের দলে নেই ক্যামেরন গ্রিন।
অ্যাশেজ প্রস্তুতির জন্য দুটি টি-টুয়েন্টি খেলেই চলে যাবেন বেশ কজন ক্রিকেটার।
আগামী ১৯ অক্টোবর পার্থে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ২৩ ও ২৫ অক্টোবর। টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত ২৯ ও ৩১ অক্টোবর।
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ার্শিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মিচেল ওয়েন, ম্যাট রেনশ, ম্যাথিউ শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা।
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি দল (প্রথম দুই ম্যাচ):
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, ন্যাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুনেমান, মিচেল ওয়েন, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা।
মন্তব্য করুন: