টি-টুয়েন্টি বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে
৩ অক্টোবর ২০২৫

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে দ্বিতীয় দল হিসেবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরে জায়গা করে নিয়েছে তারা।
বাছাইপর্ব পেরুতে না পারায় ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেনি জিম্বাবুয়ে। এবার বাছাইপর্বের দ্বিতীয় সেমি-ফাইনালে কেনিয়াকে উড়িয়ে আসন্ন আসরের টিকিট পেয়েছে সিকান্দার রাজার দল। বৃহস্পতিবার হারারেতে কেনিয়াকে ৭ উইকেটে হারায় তারা।
একই দিন আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের প্রথম সেমি-ফাইনালে তানজানিয়াকে হারিয়ে টানা চতুর্থবারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয় নামিবিয়া।
আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টুয়েন্টির বিশ্ব আসরে আফ্রিকা থেকে খেলবে মোট তিনটি দল। সরাসরি জায়গা করে নিয়েছে গত আসরের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা।
২০ দলের বিশ্বকাপে এখন পর্যন্ত ১৭টি দল মূলপর্ব নিশ্চিত করেছে। বাকি তিনটি দল আসবে এশিয়া-পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্ব থেকে।
মন্তব্য করুন: