জোড়া গোল করে মায়ামিকে জেতালেন মেসি
১২ অক্টোবর ২০২৫

আগের দিন আর্জেন্টিনার ম্যাচে গ্যালারিতে ছিলেন লিওনেল মেসি। পরদিন ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমে জাদু দেখালেন আর্জেন্টাইন মহাতারকা। গুরুত্বপূর্ণ ম্যাচে তার জোড়া গোলে মেজর লিগ সকারে (এমএলএস) বড় জয় পেয়েছেন মায়ামি।
ঘরের মাঠে বাংলাদেশ সময় রোববার সকালে শেষ হওয়া ম্যাচে আটলান্টা ইউনাটেডকে ৪-০ গোলে হারায় ফ্লোরিডার দলটি।
আগের দিন মায়ামিতে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলে জয়ের ম্যাচে বিশ্রামে ছিলেন মেসি।
মায়ামির বাকি দুটি গোল আসে তার বার্সেলোনার সাবেক দুই সতীর্থ জর্দি আলবা ও লুইস সুয়ারেসের পা থেকে। এর মধ্যে আলবার গোলে অ্যাসিস্ট করেন মেসি।
কয়েকটি সুযোগ হাতছাড়া করার পর ৩৯তম মিনিটে দলকে এগিয়ে দেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা। বক্সের ভেতর ঢুকে প্রতিপক্ষের দুইজনের মাঝ দিয়ে দারুণ বাঁকানো শটে বল জালে জড়ান তিনি।
৫২তম মিনিটে দুর্দান্ত এক অ্যাসিস্ট করেন মেসি। নিজেদের অর্ধের ভেতর থেকেই এক লম্বা বল বাড়ান তিনি। ছুটে গিয়ে সেই বল গোলরক্ষকের ওপর দিয়ে জালে জড়ান আলবা। ৬১তম মিনিটে দারুণ এক ভলিতে গোলের দেখা পান সুয়ারেস।
৮৭তম মিনিটে এবার মেসির গোলে অবদান রাখেন আলবা। তার উঁচু করে বাড়ানো বল বক্সের ভেতর বুক দিয়ে বল নামিয়ে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি।
চলতি মৌসুমে মায়ামি অধিনায়কের এটি ২৬তম গোল।
মন্তব্য করুন: