আশা জাগিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারল না বাংলাদেশ

১৩ অক্টোবর ২০২৫

আশা জাগিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারল না বাংলাদেশ

স্বর্ণা আক্তারের রেকর্ড গড়া ফিফটিতে লড়াকু সংগ্রহ গড়েছিল বাংলাদেশের মেয়েরা। এরপর স্পিনারদের নৈপুণ্যে আশি রানের ভেতর ৫ উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে দারুণভাবেই চেপে ধরেছিল তারা। কিন্তু বাজে ফিল্ডিংয়ের খেসারত দিতে হয়েছে দলকে। জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৩ উইকেটে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।

সোমবার বিশাখাপত্তনমে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৩২ রান তোলে বাংলাদেশ। জবাবে ৩ বল আগে লক্ষ্যে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা।

লক্ষ্য তাড়ায় নামা প্রোটিয়াদের ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম আঘাত হানেন নাহিদা আক্তার। প্রথম বলেই তুলে নেন গত ম্যাচে সেঞ্চুরি হাঁকানো টাজমিন ব্রিটসকে (০)। দ্বিতীয় উইকেট জুটিতে প্রোটিয়ারা ৫৫ রান যোগ করলেও অধিনায়ক লরা উলভার্ট (৩১) রান আউটে কাটা পড়তেই তাদের চেপে ধরেন বোলাররা। পরের ২০ রানের ভেতর তাদের আরও তিন উইকেট তুলে নেন রাবেয়া খান-রিতু মনিরা।

৭৮ রানে ৫ তুলে নেওয়ার পর আর চাপ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ক্যাচ ও রান আউট মিসের সুযোগ নিয়ে ষষ্ঠ উইকেটে প্রোটিয়াদের খাতায় যোগ হয় ৮৫ রান। তবে ম্যারিজেইন কাপ (৫৬) তুলে নিয়ে বাংলাদেশকে আবারও ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন নাহিদা। জীবন পাওয়া ক্লোয়ি ট্রায়নকে (৬২) সরাসরি থ্রোতে রানআউট করেন রিতু। কিন্তু এরপর রানআউট মিসের মহড়া এবং শেষ ওভারের আগের ওভারে ন্যাডিন ডি ক্লার্কের ক্যাচ মিসে জয়ের সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। শেষ ওভারে একটি চার ও ছয়ে প্রোটিয়াদের জেতান ডি ক্লার্ক।

এর আগে বাংলাদেশের ওপেনিং জুটি থেকে আসে ৯৭ বলে ৫৩ শুরুর ভিত ধরে এরপর তৃতীয় উইকেট জুটিতে দ্রুত রান তোলেন শারমিন আক্তার ও জ্যোতি। ৩২ রান করা বাংলাদেশ অধিনায়কের বিদায়ে ভাঙে ৯১ বলে ৭৭ রানের জুটিটি। ক্যারিয়ারের নবম ফিফটিতে শারমিন ফেরেন ৫০ রান করে।

অন্যদিকে ক্রিজে আসার পর থেকে আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন স্বর্ণা। ডানহাতি এই ব্যাটার তার ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন ৩৪ বলে, যা মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম। আগের রেকর্ডটি ছিল জ্যোতির। গত এপ্রিলে লাহোরে বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৯ বলে ফিফটি করেছিলেন তিনি।

রেকর্ড গড়া ইনিংসটি খেলার পথে দেশের হয়ে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোরও কীর্তি গড়েন স্বর্ণা। ৩৫ বলের ৫১ রানের ইনিংসে ৩টি চারের সঙ্গে হাঁকান ৩টি ছক্কাও। এর আগে মেয়েদের ওয়ানডেতে এক ম্যাচে সর্বোচ্চ ২টি ছক্কা মেরেছিলেন জ্যোতি, ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।

স্বর্ণা ও রিতু শেষের ঝড়ে শেষ ১০ ওভারে দলের খাতায় যোগ হয় ৮২ রান।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add