আফগানিস্তানের দায়িত্ব ছাড়ছেন ট্রট
৩ নভেম্বর ২০২৫
আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সাফল্যগুলো এনে দেওয়ার কারিগর জনাথন ট্রট দলটির হেড কোচের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন। ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আফগানদের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার।
সোমবার এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানায়, ভারত ও শ্রীলঙ্কায় আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপ হবে ট্রটের শেষ দায়িত্ব।
২০২২ সালের জুলাইয়ে আফগানিস্তানের হেড কোচের দায়িত্ব নেন ট্রট। প্রথমে তার মেয়াদ ছিল ১৮ মাস, যা ২০২৪ সালে আরও এক বছর এবং পরে ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছিল। তার অধীনে সীমিত ওভারের ক্রিকেটে আফগানিস্তান হয়ে উঠেছে শক্তিশালী এক দল।
বিবৃতিতে ট্রট বলেন, “আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে কাজ করা আমার জন্য গর্বের বিষয় ছিল। তাদের আবেগ, দৃঢ়তা ও সাফল্যের ক্ষুধা প্রত্যক্ষ করা এক অসাধারণ অভিজ্ঞতা। আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তাতে আমি গর্বিত। আমি সবসময় আফগান ক্রিকেটের সমর্থক হয়ে থাকব। দলের ও আফগান জনগণের জন্য আমার শুভকামনা রইল।”
ট্রটের কোচিংয়ে ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো আইসিসির কোনো বৈশ্বিক আসরের সেমি-ফাইনালে খেলে আফগানিস্তান। গ্রুপ পর্বে নিউ জিল্যান্ড ও সুপার এইটে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল তারা।
এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানরা হারিয়েছিল ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছিল তাদের। সেই আসরের শীর্ষ আট দলের মধ্যে থাকায় প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পায় দেশটি।
গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে নেমে সিরিজটি জিতেছিল আফগানিস্তান। সম্প্রতি বাংলাদেশকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশও করে তারা।
ট্রটের অধীনে আফগানিস্তান ৪৩ ওয়ানডের মধ্যে ২০টিতে এবং ৬১ টি-টুয়েন্টির মধ্যে ২৯টিতে জিতেছে।
এসিবি জানায়, নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু হবে টি-টুয়েন্টি বিশ্বকাপের পর।















মন্তব্য করুন: