দ্বিতীয় টেস্টে গিলের খেলা নিয়ে শঙ্কা
১৭ নভেম্বর ২০২৫
ঘাড়ের চোট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শুভমান গিল ছাড়া পেয়ে ভারত দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুয়াহাটিতে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে দলের অধিনায়কের খেলা নিয়ে এখনও শঙ্কা রয়েছে।
গত শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ের সময় ঘাড়ে টান লাগায় মাঠ ছেড়েছিলেন গিল। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। রোববার সকালে বিসিসিআই জানায়, সেই ম্যাচে আর অংশ নেবেন না গিল।
অধিনায়ককে ছাড়া তৃতীয় দিন ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩০ রানে হেরেছে ভারত। আগেভাগেই ম্যাচ শেষে হওয়ায় এখন কলকাতাতেই আছে দুই দল।
মঙ্গলবার ইডেন গার্ডেন্সে অনুশীলন করবে ভারত দল। তবে রোববার হাসপাতাল থেকে ছাড়া পাওয়া গিলের সেই সেশনে থাকার সম্ভাবনা নেই বলে এক প্রতিবেদনে জানায় ইএসপিএন ক্রিকইনফো।
কলকাতা থেকে বুধবার গুয়াহাটির উদ্দেশে রওনা দেবে ভারত। তবে দলের সঙ্গে সেদিন গিলের যাওয়ার সম্ভাবনাও নেই।
প্রোটিয়াদের কাছে হারের পর সংবাদ সম্মেলনে কোচ গৌতম গম্ভীর জানান, নির্দিষ্ট সময় পরপর পরীক্ষা করে গিলের অবস্থা দেখা হবে। এরপরই গুয়াহাটিতে তার খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
শেষ পর্যন্ত গিল খেলতে না পারলে দলকে নেতৃত্ব দেবেন রিশাভ পান্ত। একাদশে আসতে পারেন বাঁহাতি ব্যাটার সাই সুদর্শন অথবা দেবদূত পাডিক্কাল।
দ্বিতীয় টেস্টের একাদশে যদি কেবল একটি পরিবর্তনই আসে, তাহলে একাদশে সাতজন বাঁহাতি ব্যাটার নিয়ে মাঠে নামবে ভারত। কলকাতা টেস্টে প্রোটিয়া অফ স্পিনার সাইমন হারমারের নেওয়া ৮ উইকেটের মধ্যে ছয় জনই ছিল বাঁহাতি।
গত বছরের অক্টোবরে ঘাড়ের সমস্যার কারণেই নিউ জিল্যান্ডের বিপক্ষে একটি টেস্টে খেলতে পারেননি গিল।















মন্তব্য করুন: