দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকেই গেলেন গিল

২০ নভেম্বর ২০২৫

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকেই গেলেন গিল

ঘাড়ের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে খেলতে পারবেন না শুভমান গিল। আগামী শনিবার গুয়াহাটিতে শুরু হতে যাওয়া ম্যাচটিতে ভারতকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক রিশাভ পান্ত।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এত দ্রুত মাঠে নামলে গিলের ঘাড়ে আবারও সমস্যা দেখা দেওয়ার ঝুঁকি আছে। তাই তাকে আরও বিশ্রাম থাকতে বলা হয়েছে। ফলে আগামী ৩০ নভেম্বর শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ওই সিরিজের দল ঘোষণা হবে আগামী রোববার।

গিল না থাকায় ভারতকে বদলি হিসেবে বেছে নিতে হবে সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কাল অথবা নিতীশ কুমার রেড্ডির মধ্যে যে কোনো একজনকে।

কলকাতায় সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন তিন বল খেলেই ঘাড়ের ব্যথা নিয়ে মাঠ ছাড়েন গিল। এরপর সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন সকালে বিসিসিআই জানিয়ে দেয়, সেই ম্যাচে তিনি আর অংশ নিতে নেবেন না। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই গুয়াহাটি টেস্টে তাকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল।

অধিনায়ককে ছাড়া ১২৪ রানের লক্ষ্য তাড়ায় ৯৩ রানে অলআউট হয় ৩০ রানে হেরে যায় ভারত। এর আগেও ঘাড়ের সমস্যার কারণে ২০২৪ সালের অক্টোবরে নিউ জিল্যান্ডের বিপক্ষে এক টেস্টে খেলতে পারেননি গিল।

গিলের না খেলার বিষয়টি ইএসপিএন জানার আগেই অবশ্য বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ভারতীয় ব্যাটিং কোচ সিতাংশু কোঠাক বলেন, “সে (গিল) অবশ্যই ভালোভাবে সেরে উঠছে। তবে সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল সন্ধ্যায়। ফিজিও-ডাক্তাররা দেখবেন। পুরোপুরি সেরে উঠলেও ম্যাচের মধ্যে আবার টান পড়ার ঝুঁকি আছে কি না।

যদি নিশ্চিত হওয়া যায় যে তার কোনো সমস্যা হবে না, তাহলে খেলবে। সন্দেহ থাকলে অবশ্যই আরেক ম্যাচ বিশ্রাম নেবে। কারণ এটা দলের কাজে আসবে না।

মন্তব্য করুন: