চোটে ওয়ানডে সিরিজও শেষ গিলের, নেতৃত্বে রাহুল
২৩ নভেম্বর ২০২৫
শঙ্কাটা জেগেছিল আগেই। শেষ পর্যন্ত সেটিই সত্যিই হলো। ঘাড়ের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন শুভমান গিল। নিয়মিত অধিনায়কের বদলে তিন ম্যাচের সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।
রোববারের ঘোষণা করা দলে ফিরেছেন রিশাভ পান্ত। ওয়ানডেতে এই উইকেটকিপার-ব্যাটার সবশেষ খেলেছেন ২০২৪ সালের আগস্টে। বিশ্রাম দেওয়া হয়েছে দুই ডানহাতি পেসার যশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজকে।
চোট থেকে সেরে ওঠার পথে থাকা শ্রেয়াস আইয়ার ও হার্দিক পান্ডিয়া দলে জায়গা পাননি। গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজে ফিল্ডিংয়ের সময় পাওয়া চোটের পর থেকে মাঠের বাইরে আছেন আইয়ার। অন্যদিকে এশিয়া কাপে ঊরুর চোটে পড়েছিলেন হার্দিক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতা টেস্টের প্রথম ইনিংসে ঘাড়ের চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন গিল। এরপর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ডানহাতি এই ব্যাটারকে। পরে আর সেই ম্যাচে অংশ নেননি তিনি। একই কারণে গুয়াহাটিতে প্রোটিয়াদের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টেও খেলছেন না গিল। তার বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক পান্ত।
গিলের অনুপস্থিতিতে রোহিত শর্মার সঙ্গে সিরিজে ওপেনিংয়ে দেখা যেতে পারে যশস্বী জয়সোয়ালকে। ব্যাকআপ ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। এছাড়া মিডল-অর্ডারে আইয়ারের বদলে নেওয়া হয়েছে তিলক ভার্মাকে।
আগামী ৩০ নভেম্বর রাঁচিতে শুরু হবে দু’দলের ওয়ানডে সিরিজটি। ৩ ডিসেম্বর রায়পুরে দ্বিতীয় এবং ৬ ডিসেম্বরে বিশাখাপত্তনমে শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারত দল:
লোকেশ রাহুল, রোহিত শর্মা, যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, রিশাভ পান্ত, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নিতিশ কুমার রেড্ডি, হার্শিত রানা, রুতুরাজ গায়কোয়াড়, প্রসিদ্ধ কৃষ্ণ, আর্শদীপ সিং, ধ্রুব জুরেল।















মন্তব্য করুন: