জয়সোয়ালের সেঞ্চুরিতে দ. আফ্রিকাকে গুঁড়িয়ে সিরিজ জিতল ভারত

৬ ডিসেম্বর ২০২৫

জয়সোয়ালের সেঞ্চুরিতে দ. আফ্রিকাকে গুঁড়িয়ে সিরিজ জিতল ভারত

কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভিত পাওয়ার পরেও ভারতীয় বোলাররা দারুণভাবে ঘুরে দাঁড়ানোয় তিনশর আগেই থামতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। রান তাড়ায় রোহিত শর্মা ও বিরাট কোহলির ফিফটির সঙ্গে যশস্বী জয়সোয়ালের দুর্দান্ত শতকে প্রোটিয়াদের গুঁড়িয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের নিয়েছে ভারত।

শনিবার বিশাখাপত্তনমে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার দেওয়া ২৭১ রানের লক্ষ্য তাড়ায় ৬১ বল আগে ৯ উইকেট হাতে রেখে জিতে যায় স্বাগতিকরা।

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ১১৬ রানে অপরাজিত থাকেন জয়সোয়াল। বাঁহাতি এই ওপেনার তার ম্যাচসেরার পুরস্কার পাওয়া ১২১ বলের ইনিংসটি সাজান ১২ চার ও ২ ছক্কায়। আগের দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকানো কোহলি ৪৫ বলে ৬ চার ও ৩ ছক্কায় অপরাজিত থাকেন ৬৫ রানে। তিন ম্যাচে ৩০২ রান করে সিরিজ সেরা হয়েছেন তিনি।

এদিন ২০ ম্যাচ পর ওয়ানডেতে টস জিতে ভারত। বোলিংয়ে নেমে প্রথম ওভারেই রায়ান রিকেলটনকে (০) তুলে নিয়ে দলকে দারুণ শুরু এনে দেন আর্শদীপ সিং। এরপর ডি কক ও টেম্বা বাভুমার ১১৩ রানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। বাভুমাকে (৪৮) ফিরিয়ে এই জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা।

তৃতীয় উইকেটে ম্যাথিউ ব্রিটস্কিকে নিয়ে অর্ধশত রানের জুটিতে দলকে বড় সংগ্রহের দিকে নিতে থাকেন ডি কক। কিন্তু ব্রিটস্কিকে (২৪) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ৫৪ রানের জুটি ভেঙে রানের লাগাম টানতে শুরু করেন প্রসিদ্ধ কৃষ্ণ। একই ওভারে এইডেন মারক্রামকেও তুলে নেন তিনি। ৮০ বলে সেঞ্চুরি হাঁকানো ডি ককের ১০৬ রানের ইনিংসও থামান ডানহাতি এই পেসার।

এরপর বাঁহাত রিস্ট স্পিনে টানা ৪ উইকেট নিয়ে ব্যাটিং অর্ডার ভেঙে দেন কুলদীপ যাদব। ৪৮তম ওভারের পঞ্চম বলে প্রোটিয়াদের ইনিংস শেষ করেন কৃষ্ণ। তার সঙ্গে ৪টি করে উইকেট নেন কুলদীপও।

লক্ষ্য তাড়ায় দেড়শ ছোঁয়া উদ্বোধনী জুটিতে দলকে জয়ের ভিত গড়ে দেন রোহিম শর্মা ও জয়সোয়াল। ৭৫ রান করা রোহিতকে ফিরিয়ে ১৫৫ রানের এই জুটি ভাঙেন কেশব মহারাজ। এরপর আরও আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালাতে থাকেন জয়সোয়াল ও কোহলি।

৭৫ বলে ফিফটি হাঁকানো জয়সোয়াল তিন অঙ্ক স্পর্শ করেন ১১১ বলে। কোহলি ক্যারিয়ারের ৭৬তম ফিফটি হাঁকান ৪০ বলে। দ্বিতীয় উইকেটে তারা ১১৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ৮৪ বলে।

মন্তব্য করুন: