ঘরোয়া ক্রিকেটে ফিরেই টেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন কোহলি
২৪ ডিসেম্বর ২০২৫
১৫ বছরের বেশি সময় পর ভারতের ঘরোয়া লিস্ট-এ ক্রিকেটের আসর বিজয় হাজারে ট্রফিতে ফিরেই শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। ভারতের ব্যাটিং কিংবদন্তিকে পেছনে ফেলে সবচেয়ে কম ইনিংস খেলে লিস্ট-এ ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই তারকা।
২০০৯-১০ মৌসুমের পর প্রথমবারের মতো বুধবার বেঙ্গালুরুতে বিজয় হাজারে ট্রফিতে খেলতে নামেন কোহলি। অন্ধ্র প্রদেশের দেওয়া ২৯৯ রানের লক্ষ্য তাড়ায় ১৩১ রানের ইনিংস খেলে দিল্লিকে ম্যাচ জেতান ডানহাতি এই ব্যাটার। ১০১ বলের ইনিংসটি সাজান ১৪ চার ও ৩ ছক্কায়।
লিস্ট-এ ক্রিকেটে সবচেয়ে কম ইনিংসে টেন্ডুলকারের ১৬ হাজার রানের রেকর্ড ছাড়িয়ে যাওয়া কোহলির জন্য অবধারিতই ছিল। ১৫ হাজার ৯৯৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামা কোহলি ১ রান নিয়ে রেকর্ডটি নিজের করে নেন।
লিস্ট-এ ক্রিকেটে ১৬ হাজার রান করতে টেন্ডুলকারের খেলেছিলেন ৩৯১ ইনিংস। আর কোহলির লাগল ৩৩০ ইনিংস।
সর্বকালের অন্যতম সেরা ব্যাটার টেন্ডুলকার তার লিস্ট-এ ক্যারিয়ার শেষ করেন ৫৩৮ ইনিংসে ২১ হাজার ৯৯৯ রান নিয়ে। সেঞ্চুরি হাঁকান ৬০টি। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ১৮ হাজার ৪২৬ রানের মালিকও তিনি।
অন্যদিকে লিস্ট-এ ক্রিকেটে কোহলির বর্তমান রান ১৬ হাজার ১৩০, সেঞ্চুরি ৫৭টি। ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ হাজার ৫৫৭ রানের মালিক ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।
বিজয় হাজারে ট্রফিতে কোহলির প্রত্যাবর্তনের দিনে ফিরেছেন রোহিত শর্মাও। ২০১৭-১৮ মৌসুমে সবশেষ এই টুর্নামেন্টে খেলেছিলেন তিনি। মুম্বাইয়ের হয়ে মাঠে নেমেই লিস্ট-এ ক্রিকেটে সবচেয়ে বেশি দেড়শ ছোঁয়া ইনিংস খেলার রেকর্ড স্পর্শ করেছেন ডানহাতি এই ব্যাটার। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৯টি দেড়শ রানের ইনিংসের মালিক এখন ভারতের এই সাবেক অধিনায়ক।
জয়পুরে সিকিমের বিপক্ষে ৯৪ বলে ১৫৫ রান করেন রোহিত, সেঞ্চুরি পূর্ণ করেন ৬২ বলে। পুরো ইনিংসে ১৮টি চার ও ৯টি ছক্কা হাঁকান তিনি। ২৩৭ রানের লক্ষ্য তাড়ায় মুম্বাই ম্যাচ জেতে ৮ উইকেটে।















মন্তব্য করুন: