শ্রীলঙ্কার বিপক্ষে নেই সাকিব-তামিম

১৩ ফেব্রুয়ারি ২০২৪

শ্রীলঙ্কার বিপক্ষে নেই সাকিব-তামিম

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি ওয়ানডের দলে নেই দেশের সেরা দুই ক্রিকেটার সাকিব আল হাসান তামিম ইকবাল। তবে বিপিএলে দারুণ পারফর্ম করে টি-টুয়েন্টি দলে ফিরেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।

তিন টি-টুয়েন্টি এবং প্রথম দুই ওয়ানডের জন্য মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

টি-টুয়েন্টি দলে আরও ফিরেছেন এনামুল হক বিজয়, নাঈম শেখ তাইজুল ইসলাম। বাদ পড়েছেন আফিফ ইসলাম, রনি তালুকদার শামীম হোসেন পাটোয়ারী। দলের নতুন মুখ বিপিএলে ঘূর্ণি জাদু দেখানো আলিস আল ইসলাম। টি-টুয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ২৪ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন ডানহাতি এই স্পিনার।

চোটের কারণে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের বাইরে থাকা মাহমুদউল্লাহ লঙ্কানদের বিপক্ষে ৫০ ওভারের দলেও ফিরেছেন।

আরও পড়ুন: ঢাকার বাইরে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সব ম্যাচ

লঙ্কানদের এই সফর দিয়েই আনুষ্ঠানিকভাবে তিন ফরম্যাটে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ।

টি-টুয়েন্টি, ওয়ানডে টেস্ট খেলতে আগামী মার্চ বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তারিখ সিলেটে শুরু হবে টি-টুয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে মার্চ সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৩ মার্চ চট্টগ্রামে মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে।

টি-টুয়েন্টি দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মাহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, আলিস আল ইসলাম।

প্রথম দুই ওয়ানডের দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

মন্তব্য করুন: