কী ‘ঠিক’ করলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তামিম?

কী ‘ঠিক’ করলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তামিম?

প্রায় চার মাসের বিরতির পর এবারের বিপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন তামিম ইকবাল বেশ লম্বা বিরতি দিয়ে ক্রিকেটে ফিরলেও বাঁহাতি এই ব্যাটারের মাঠের পারফরম্যান্সে তার কোনো প্রভাবই দেখা যায়নি ৪৯২ রান করে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান-সংগ্রাহক সেরা খেলোয়াড় ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়ে দলকে প্রথমবারের মতো বিপিএলের শিরোপাও জিতিয়েছেন তবে বিপিএলে দারুণ ছন্দে থাকলেও এখনই আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না তামিমকে, বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই

গত সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তামিম নানা বিতর্কের পর শেষ পর্যন্ত ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের দলেও ছিলেন না তিনি আন্তর্জাতিক ক্রিকেটে দেশসেরা এই ওপেনারের ভবিষ্যৎ নিয়ে দিন আগেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বিপিএলের মাঝেই তামিমের সঙ্গে বিষয়ে তারা আলোচনায় বসবেন তবে সেই আলোচনা না হলেও বাংলাদেশের সাবেক অধিনায়ক জানিয়েছেন, অনেক কিছু ঠিক হওয়ার উপর তার ফেরাটা নির্ভর করছে

শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে বিপিএলের শিরোপা নিয়ে সংবাদ সম্মেলনে আসেন বরিশাল অধিনায়ক স্বাভাবিকভাবেই সেখানে প্রশ্ন ওঠে আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরার দিনক্ষণ নিয়েও কিন্তু এক্ষেত্রে কিছুটা ধোঁয়াশা রেখে দেন তামিম

নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে কি না, জানতে চাওয়া হলে তামিম বলেন, “না, আমার সঙ্গে তাঁর কোনো কথাবার্তা হয়নি। আমার সঙ্গে জালাল ভাইয়ের কথা হয়েছে। আমি কথা বলার জন্য অ্যাভেইলেবল ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সম্ভবত...আমার সঙ্গে বসার কথা ছিল। কিন্তু আমাদের যোগাযোগ আছে। আমি আগামীকাল সকালে আবার দেশের বাইরে চলে যাচ্ছি। আশা করি আসার পর আবার আমরা বসব।

এরপরই তামিম জানান, তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা খুব একটা সহজ হবে না জন্য আগে অনেক কিছু ঠিক করতে হবে তবে বোর্ডের সঙ্গে এখনও চূড়ান্ত আলোচনা না হওয়ায় বিষয়ে বেশি কিছু বলাটা ঠিক হবে না বলে তিনি মনে করেন   

একটা জিনিস পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাই, আমার জন্য ফিরে আসা অনেক কিছু ঠিক হতে হবে। নয়তো শুধু এসে খেলার কোনো মানে নেই কারণ আমি ক্যারিয়ারের এমন অবস্থায় আছি, হয়তো দুই বছর খেলব ওই কথাগুলো উনাদের সঙ্গে বলতে হবে।

যে ফিটনেসের অজুহাতে তামিমকে বিশ্বকাপ দলে নেওয়া হয়নি, তা নিয়েও সাবেক অধিনায়ক কিছুটা রসিকতা করেন বর্তমান সময়ের চেয়ে গত সেপ্টেম্বরে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় আরও ভালো অবস্থায় ছিলেন জানিয়ে তামিম বলেন, “ফিজিক্যালি আমি ওই সময় আরও ভালো ছিলাম। এখন তো একটু পেটটেট বের হয়েছে। শারীরিকভাবে আমি ওই সময় আরও ভালো অবস্থায় ছিলাম।

মন্তব্য করুন: