সব ফরম্যাটেই দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্বে কনরাড

সব ফরম্যাটেই দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্বে কনরাড

দক্ষিণ আফ্রিকার সাদা বলের দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শুকরি কনরাড। সদ্য ওয়ানডে এবং টি-টুয়েন্টি দলের দায়িত্ব নেওয়া ৫৮ বছর বয়সী এই কোচ এর আগে লাল বলের কোচ হিসেবে প্রোটিয়াদের ২০২৩-২৫ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলেছেন।

২০২৩ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের দায়িত্ব নেওয়া কনরাড এবার তিন ফরম্যাটেই প্রধান কোচ হিসেবে কাজ করবেন। গত মাসে ব্যক্তিগত কারণ দেখিয়ে দলটির সীমিত ওভারের দলের হেড কোচের দায়িত্ব ছাড়েন রব ওয়াল্টারের।

শুক্রবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকার দেওয়া এক বিবৃতিতে কনরাড বলেন, “টেস্ট দলের কোচ হওয়া আমার ক্রিকেট জীবনের সবচেয়ে বড় সম্মান ছিল। আর এখন সাদা বলের দলগুলোর দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে বিশেষ কিছু।

দক্ষিণ আফ্রিকার সাদা বলের ক্রিকেটে অসাধারণ প্রতিভা আছে। আমাদের একটা শক্ত ভিত্তি রয়েছে, আর আমি বিশ্বাস করি আমরা কিছু অসাধারণ অর্জনের সামর্থ্য রাখি।

২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠা দক্ষিণ আফ্রিকা ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া করে। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমি-ফাইনালে গিয়েছিল দলটি। গত মার্চে শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শেষ চারে উঠেছিল প্রোটিয়ারা।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা। আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া সেই আসরের বাকি দুই আয়োজক জিম্বাবুয়ে নামিবিয়া।

কনরাডের অধীনে দক্ষিণ আফ্রিকার পরবর্তী সীমিত ওভারের অভিযান শুরু হবে আগামী জুলাইয়ে জিম্বাবুয়েতে একটি ত্রিদেশীয় সিরিজ দিয়ে, যেখানে তৃতীয় দেশ নিউ জিল্যান্ড। বছরের শেষ দিকে সাদা বলের সিরিজে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ভারত সফর করবে প্রোটিয়ারা।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add