টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান কোহলি
১০ মে ২০২৫

কয়েকদিন আগে আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত শর্মা। এবার ক্রিকেটের রাজকীয় ফরম্যাট থেকে বিদায় নিতে চাওয়ার কথা ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়ে দিয়েছেন বিরাট কোহলি। এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, গত কয়েক মাস ধরেই বোর্ডের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছেন এই ব্যাটিং কিংবদন্তি।
আগামী মাসে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে ভারত। শনিবার এক প্রতিবেদনে ক্রিকইনফো জানায়, গুরুত্বপূর্ণ এই সিরিজের জন্য কোহলির অভিজ্ঞতাকে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা দলের সঙ্গে চাইছেন। গত বুধবার রোহিত লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় সম্ভাব্য নতুন অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে সিরিজটি খেলতে পারে দেশটি।
শেষ পর্যন্ত কোহলি যদি তার সিদ্ধান্ত না বদলান তাহলে শেষ হবে সাদা পোশাকের ক্রিকেটে তার ১৪ বছরের অধ্যায়। ১২৩ টেস্টের ক্যারিয়ারে ৬৮ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২১০ ইনিংসে ডানহাতি এই ব্যাটার ৪৬ দশমিক ৮৫ গড়ে রান করেছেন ৯ হাজার ৩২০, সর্বোচ্চ অপরাজিত ২৫৪ রান। ৩০টি সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন ৩১টি ফিফটি।
টানা কয়েক বছর টেস্টে দুর্দান্ত সময় পার করা কোহলি গত বছর হঠাৎ করেই এই ফরম্যাটে ছন্দ হারিয়ে ফেলেন। অস্ট্রেলিয়ার মাটিতে গত নভেম্বরে পার্থে ১০০ রানের অপরাজিত ইনিংসটি ছাড়া বছর জুড়ে বলার মতো তেমন কিছুই করতে পারেননি। ওই শতকটিও এসেছিল ২০২৩ সালের জুলাইয়ের পর। সব মিলিয়ে ২০২৪ সাল থেকে চলতি বছর জানুয়ারি পর্যন্ত ১১ টেস্টে তিনি কেবল ৪৪০ রান করেন। সেঞ্চুরি ও ফিফটি হাঁকান একটি করে।
গত বছর টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই ফরম্যাট থেকে অবসর নেন কোহলি ও রোহিত। এরপরও বিসিসিআইয়ের নতুন কেন্দ্রীয় চুক্তিতে এই দুই ক্রিকেটারকে সর্বোচ্চ ক্যাটাগরিতে (এ+) রাখা হয়। সাধারণত তিন ফরম্যাটে খেলা ক্রিকেটাররা এই ক্যাটাগরিতে জায়গা পান। এবার রোহিতের পর কোহলিও শেষ পর্যন্ত টেস্টকে বিদায় জানালে তারা শুধু ওয়ানডেতে খেলবেন।
রোহিতকে টেস্ট দলের অধিনায়ক করার আগে এই দায়িত্বে ছিলেন কোহলি। তার অধীনে ৪০টি ম্যাচে জয় পায় ভারত। পরিসংখ্যানের বিচারে দেশটির ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে দায়িত্ব ছাড়েন তিনি। এছাড়া সাদা পোশাকের ক্রিকেটে সবচেয়ে বেশি জয় পাওয়া অধিনায়কদের তালিকার চার নম্বরে আছেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। তার ওপরে আছেন স্টিভ ওয়াহ (৫৭ ম্যাচে ৪১ জয়), রিকি পন্টিং (৭৭ ম্যাচে ৪৮ জয়) ও গ্রায়েম স্মিথ (১০৯ ম্যাচে ৫৩ জয়)।
মন্তব্য করুন: