৩ ব্যাটারের দেড়শতে ৬০০ ছাড়াল নিউ জিল্যান্ড
৯ আগস্ট ২০২৫

ডেভন কনওয়ে, হেনরি নিকোলস ও রাচিন রবীন্দ্রর দেড়শ ছোঁয়া ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে রান পাহাড়ে উঠেছে নিউ জিল্যান্ড। দ্বিতীয় দিনের খেলা শেষে ৪৭৬ রানে এগিয়ে আছে তারা। হাতে আছে এখনও ৭ উইকেট।
শুক্রবার বুলাওয়েয়োতে দ্বিতীয় দিনের খেলা শেষে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৬০১ রান। নিকোলস ১৫০ ও রবীন্দ্র ১৬৫ রানের অপরাজিত আছেন। বাঁহাতি এই দুই ব্যাটার চতুর্থ উইকেটে এখন পর্যন্ত ২৫৬ রান যোগ করেছেন।
টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনের দ্বিতীয় সেশনে ১২৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনে বল হাতে স্বাগতিকরা কেবল দুটি উইকেট নিতে পেরেছে। দ্বিতীয় নতুন বল নেওয়ার পর ব্লেসিং মুজারাবানি তুলে নেন কনওয়ের উইকেট। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি হাঁকানো বাঁহাতি এই ব্যাটার ফেরেন ১৫৩ রানে।
এর আগে নাইটওয়াচম্যান জ্যাকব ডাফি ৩২ রান করে সাজঘরে ফেরন। ভিনসেন্ট মাসেকেসার বলে ক্যাচ দেওয়ার আগে কনওয়ের সঙ্গে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৭৩ রান। এরপর কনওয়ে ও নিকোলস মিলে তৃতীয় উইকেটে যোগ করেন আরও ১১০ রান।
চোটের কারণে নিয়মিত অধিনায়ক টম ল্যাথামের অনুপস্থিতিতে দলে আসা নিকোলস ১৬৬ বলে পূর্ণ করেন ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। অপরপ্রান্তে রবীন্দ্র মাত্র ১০৪ বলে তুলে নেন তার তৃতীয় টেস্ট সেঞ্চুরি।
গত সপ্তাহে প্রথম টেস্টে তিন দিনের মধ্যেই জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়েছিল নিউ জিল্যান্ড। এবারও বড় ব্যবধানের জয়ে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার পথেই আছে তারা।
মন্তব্য করুন: