নেপালকে হারিয়ে অস্ট্রেলিয়ায় সোহানের দলের প্রথম জয়
১৬ আগস্ট ২০২৫

জিশান আলমের ফিফটি ও আফিফ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। রান তাড়ায় হাসান মাহমুদ-রকিবুল হাসানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তেমন কোনো লড়াই করতে পারেনি নেপাল। ৩১ রানের জয়ে টপ এন্ড টি-টুয়েন্টিতে প্রথম জয়ের দেখা পেয়েছে নুরুল হাসান সোহানের দল।
শনিবার ডারউইনে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৮৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ৭ উইকেটে ১৫৪ রানে থামে নেপালের ইনিংস।
নাঈম শেখ ও জিশানের তাণ্ডবে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। পাওয়ারপ্লেতে এই দুই ব্যাটার দলের খাতায় যোগ করেন ৫৩ রান। সপ্তম ওভারে নাঈম (২৫) ফিরলে ভাঙে ৬১ রানের উদ্বোধনী জুটি। এরপর সাইফ হাসানকে এক প্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান জিশান। ৭২ রান করা ডানহাতি এই ব্যাটার ফিরলে রানের গতিও কিছুটা কমে আসে। তার ৪৫ বলের ইনিংসটি সাজান ৫ ছক্কা ও ৪ চারে।
আগের ম্যাচে ঝড় তোলা সাইফ এদিন ১১ রানের বেশি করতে পারেননি। ধুঁকতে থাকা অধিনায়ক সোহান সাজঘরের পথ দেখেন ১১ বলে ৫ রান করে। একপ্রান্ত আগলে রেখে ২৩ বলে ৪৮ রানে অপরাজিত থেকে দলকে বড় সংগ্রহ এনে দেন আফিফ।
লক্ষ্য তাড়ায় নামা নেপালের দ্বিতীয় ওভারে আগ্রসী মেজাজে খেলতে থাকা কুশল ভুর্তেলকে (১২) তুলে নিয়ে প্রথম আঘাত হানেন হাসান মাহমুদ। পঞ্চম ওভারে দ্বিতীয় উইকেটের ৩১ রানের জুটি ভাঙেন রকিবুল হাসান। এরপর বাঁহাতি এই স্পিনারের সঙ্গে তোফায়েল আহমেদ ও সাইফের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ থেকে ছিটকে যায় নেপাল।
তবে শেষ দিকে মৃত্যুঞ্জয় চৌধুরীর খরুচে বোলিংয়ে পরাজয়ের ব্যবধান কমায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রানে অপরাজিত থাকেন কুশল মাল্লা। ১৮ রানে ৩ উইকেট নেন রকিবুল, হাসানের শিকার দুটি। ৪ ওভারে ৫১ রান দেন মৃত্যুঞ্জয়।
রোববার নিজেদের তৃতীয় ম্যাচে পার্থ স্কোর্চার্স একাডেমির মুখোমুখি হবে বাংলাদেশ।
মন্তব্য করুন: