উইকেট উদযাপন করে শাস্তি পেলেন বশ
১৩ আগস্ট ২০২৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে অনুচিত আচরণের দায়ে আইসিসির শাস্তি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশ। মঙ্গলবার ডারউইনে অস্ট্রেলিয়ার ইনিংসের ১৭তম ওভারে বেন ডোয়ার্শিসকে বোল্ড করার পর প্যাভিলিয়নের দিকে আঙুল দেখিয়ে বিদায়ী ভঙ্গি করায় তার নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।
বুধবার এক বিবৃতিতে বশের শাস্তির বিষয়টি জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন বশ।
ম্যাচে ৩ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করে দক্ষিণ আফ্রিকাকে ৫৩ রানের জয় এনে দিতে সহায়তা করেন বশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফেরে প্রোটিয়ারা।
আগামী শনিবার কেয়ার্নসে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৯ আগস্ট শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
মন্তব্য করুন: