ওয়ানডে সিরিজ শুরুর আগে ৩ ক্রিকেটারকে হারাল অস্ট্রেলিয়া
১৪ আগস্ট ২০২৫

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে চোটের কারণে তিন ক্রিকেটারকে হারিয়েছে অস্ট্রেলিয়া। আসন্ন তিন ম্যাচের সিরিজ থেকে ছিটকে গেছেন মিচেল ওয়েন, ম্যাথিউ শর্ট ও ল্যান্স মরিস।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তিন ক্রিকেটারের বাদ পড়ার কথা জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন স্পিন অলরাউন্ডার কুপার কনোলি, পেস অলরাউন্ডার অ্যারন হার্ডি ও বাঁহাতি স্পিনার ম্যাথিউ কুনেমান।
গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে কাগিসো রাবাদার বল ওয়েনের হেলমেটে লাগে। মাঠে কনকাশন পরীক্ষায় উতরে গিয়ে তিনি ব্যাটিং চালিয়ে যান। তবে নিজের চেনা রূপে ছিলেন না তিনি। আগ্রাসী এই ব্যাটার সেদিন আউট হন ১৩ বলে ৮ রান করে।
ম্যাচের পর দেরিতে ওয়েনের মধ্যে কনকাশনের কিছু লক্ষণ দেখা দেয়। ফলে এখন তাকে অন্তত ১২ দিনের পর্যবেক্ষণে থাকতে হবে। ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে টি-টুয়েন্টি ক্যারিয়ারের দুর্দান্ত শুরু করে ওয়ানডে দলে জায়গা পাওয়া এই অলরাউন্ডার এখন মাঠে নামার আগেই দল থেকে ছিটকে গেলেন।
অন্যদিকে গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া মরিস চোট কাটিয়ে দীর্ঘ পুনর্বাসনের পর দলে ফিরেছিলেন। কিন্তু নানা সময়ে পিঠের চোটে পড়া ডানহাতি এই ফাস্ট বোলার আবারও একই সমস্যায় ভুগছেন। ভালোভাবে পরীক্ষার জন্য পার্থে ফিরে গেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত কেবল তিনটি ওয়ানডে খেলেছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।
সাদা বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার টপ-অর্ডারে নতুন ভরসার নাম শর্ট এখনও তার পুরোনো সাইড স্ট্রেইন থেকে সেরে উঠতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগে এই চোটে পড়েছিলেন এই অলরাউন্ডার। এরপর প্রোটিয়াদের বিপক্ষে প্রথম দুই টি-টুয়েন্টি থেকেও ছিটকে যান তিনি। এবার ছিটকে গেলেন ওয়ানডে থেকেও।
দলে ফেরা হার্ডি সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টি-টুয়েন্টিতে বেশ ভালো পারফর্ম করেও জায়গা হারিয়েছিলেন। ২৬ বছর বয়সী পেস অলরাউন্ডার এখন পর্যন্ত ১৩টি ওয়ানডে খেলেছেন। অন্যদিকে বাঁহাতি অলরাউন্ডার কনোলি এখন পর্যন্ত চারটি ওয়ানডে খেললেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। আর কুনেমান তার ক্যারিয়ারের চারটি ওয়ানডে খেলেছেন ২০২২ সালে। শ্রীলঙ্কার বিপক্ষে সেবার বাঁহাতি স্পিনে ৬ উইকেট শিকার করেছিলেন তিনি।
আগামী মঙ্গলবার কেয়ার্নসে শুরু হবে ওয়ানডে সিরিজ।
মন্তব্য করুন: