রেকর্ড গড়ে আইসিসির মাসের সেরা গিল
১২ আগস্ট ২০২৫

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে রানের বন্যা বইয়ে জুলাই মাসের আইসিসির সেরা খেলোয়াড় হয়েছেন শুভমান গিল। প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে চারবার এই খেতাব পাওয়ার কীর্তি গড়েছেন ভারতের টেস্ট অধিনায়ক।
মঙ্গলবার গত মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি। মাস সেরা হতে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ও দক্ষিণ আফ্রিকার ভিয়ান মুল্ডারকে পেছনে ফেলেন গিল। এর আগে গত ফেব্রুয়ারি এবং গত বছরের জানুয়ারি ও সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি।
ইংল্যান্ডে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি দুর্দান্ত কাটে ২৫ বছর বয়সী এই ব্যাটারের। একাধিক রেকর্ড ও কীর্তি গড়ার সিরিজে ১০ ইনিংসে ৪ সেঞ্চুরিতে ডানহাতি এই ব্যাটার ৭৫৪ রান করেন। সাদা পোশাকের ক্রিকেটে অধিনায়ক হিসেবে এক সিরিজে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড।
সিরিজে জুলাই মাসে তিন ম্যাচ খেলা গিলের ব্যাট থেকে ৯৪ দশমিক ৫০ গড়ে আসে ৫৬৭ রান। একটি দ্বিশতকের সঙ্গে হাঁকান দুটি সেঞ্চুরি।
এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৪৩০ রান করেন গিল, যা এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ১৬১ রান। ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে এক টেস্টে দ্বিশতক ও দেড়শ ছোঁয়া ইনিংস খেলার কীর্তি গড়েন তিনি। তার ওই দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজে সমতায় ফেরে ভারত।
ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে শুরুর বিপর্যয় সামাল দিয়ে ১০৩ রানের ইনিংস খেলেন গিল। শেষ পর্যন্ত ড্র হয় ম্যাচটি।
সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে ২-২ সমতায় সিরিজ শেষ করে ভারত। টেস্ট অধিনায়ক হিসেবে নিজের অভিষেক সিরিজে আলো ছড়িয়ে ভারতের খেলোয়াড়দের মধ্যে সিরিজ সেরার পুরস্কার জেতেন গিল।
মন্তব্য করুন: