মে মাসেই স্থগিত আইপিএল আয়োজনের পরিকল্পনা

মে মাসেই স্থগিত আইপিএল আয়োজনের পরিকল্পনা

ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার জেরে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে চলতি বছরের আইপিএল। তবে পরিস্থিতির যদি উন্নতি হয় এবং ভারত সরকার অনুমতি দেয়, সেক্ষেত্রে চলতি মাসে টুর্নামেন্টের বাকি ১৬টি ম্যাচ আয়োজনের কথা ভাবছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ জন্য দক্ষিণ ভারতের তিনটি ভেন্যুকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, টুর্নামেন্টের ভবিষ্যৎ সম্ভাব্য সূচির কথা মাথায় রেখে চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদকে বিকল্প ভেন্যু হিসেবে ঠিক করেছে আয়োজকরা। তবে ঠিক কবে নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।

শুক্রবার এক সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দেয় বিসিসিআই। তবে তিনটি ভেন্যুকে বিকল্প হিসেবে ঠিক করে রাখলেও বর্তমান পরিস্থিতিতে খুব দ্রুত টুর্নামেন্ট পুনরায় শুরু করা কঠিন বলে মনে করছেন খোদ সংস্থাটির কর্মকর্তারা। ক্রিকইনফোকে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা জানিয়েছেন, বাকি ম্যাচগুলো বছরের পরের কোনো সময় খেলার সম্ভাবনাই বেশি।

মে মাসে টুর্নামেন্ট চালু করতে চাইলেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিদেশি খেলোয়াড়দের ফিরিয়ে আনা। স্থগিতাদেশ ঘোষণার পরপরই খেলোয়াড়রা নিজ নিজ দেশে ফেরার প্রস্তুতি শুরু করেন। ধারণা করা হচ্ছে, শনিবারের মধ্যেই বেশিরভাগ বিদেশি খেলোয়াড় ভারত ত্যাগ করবেন।

যদিও কিছু ফ্র্যাঞ্চাইজি আশাবাদী যে, মে মাসের মধ্যেই টুর্নামেন্ট আবার শুরু হলে অনেক বিদেশি খেলোয়াড় ফিরতে রাজি হবেন। তবে ২৫ মের পর যদি সূচি পিছিয়ে যায়, সেক্ষেত্রে অনিশ্চয়তা থেকেই যাবে। কারণ আগামী জুনের ১১ তারিখ থেকে লর্ডসে শুরু হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এছাড়াও সে সময় বিভিন্ন দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজও শুরু হয়ে যাবে।

এখন পর্যন্ত চলতি আইপিএলে মোট ৫৭টি ম্যাচ সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার ধর্মশালায় ৫৮তম ম্যাচে মাঠে নেমেছিল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। কিন্তু প্রথম ইনিংসের ১০ ওভার ১ বল পর নিরাপত্তাজনিত কারণে ম্যাচটি বন্ধ ঘোষণা করা হয়। ম্যাচটি আবার হবে কি না, সে সিদ্ধান্ত এখনো নেয়নি বিসিসিআই।

টুর্নামেন্টে এখনও লিগ পর্বের ১২টি এবং প্লে-অফের চারটি ম্যাচ বাকি রয়েছে। আগে নির্ধারিত সূচি অনুযায়ী, হায়দরাবাদ ও কলকাতায় প্লে-অফের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৫ মে ইডেন গার্ডেন্সের ফাইনাল দিয়ে শেষ হতো এবারের আসর।

মন্তব্য করুন: