সাদা বলে পাকিস্তানের দায়িত্বে মাইক হেসন
১৩ মে ২০২৫

পাকিস্তানের ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইক হেসন। আগামী ২৬ মে দলের দায়িত্ব গ্রহণ করবেন নিউ জিল্যান্ডের সাবেক এই কোচ।
মঙ্গলবার এক বিবৃতিতে হেসনকে দায়িত্ব দেওয়ার কথা নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে চুক্তির মেয়াদ সম্পর্কে কিছু জানানো হয়নি।
অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদের স্থলাভিষিক্ত হবেন ৫০ বছর বয়সী হেসন। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডের হেড কোচের দায়িত্ব পালন করছেন।
হেসনের কোচিংয়ে বাংলাদেশের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ দিয়ে মাঠে নামতে পারে পাকিস্তান। তবে পিএসএলের দিনক্ষণ পিছিয়ে যাওয়ায় নির্ধারিত ২৫ মে থেকে সিরিজটি শুরু হওয়ার সম্ভাবনা নেই।
গত বছর নভেম্বরে অস্ট্রেলিয়া সফরের আগে পাকিস্তানের সাদা বলের কোচের পদ থেকে সরে দাঁড়ান গ্যারি কারস্টেন। পরে সেই সফরে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেন দলটির তখনকার টেস্ট কোচ জেসন গিলেস্পি। এরপর থেকে সেই দায়িত্ব পালন করছিলেন আকিব। তার কোচিংয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। কিন্তু এরপর দলকে আর কোনো সফলতা এনে দিতে পারেননি তিনি। ঘরের মাঠে আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে কোনো ম্যাচ না জিতে বিদায় নিতে হয় দেশটিকে।
২০১২ সালে নিউ জিল্যান্ডের হেড কোচের দায়িত্ব পান হেসন। তার অধীনে ঘরের মাঠে দুর্দান্ত সময় পার করে কিউইরা। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে ওঠে তারা, কিন্তু শিরোপা লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়।
নিউ জিল্যান্ডের দায়িত্ব ছেড়ে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত হেসন আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরিচালকের দায়িত্ব পালন করেন।
টেস্টে এই মুহূর্তে কোনো হেড কোচ নেই পাকিস্তানের। গত বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের আগে এই পদ থেকে পদত্যাগ করেন গিলেস্পি। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে এই ফরম্যাটেও দুটি সিরিজে দায়িত্ব পালন করেন আকিব।
আগামী অক্টোবরে ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে লাল বলের ক্রিকেটে মাঠে নামবে পাকিস্তান।
মন্তব্য করুন: