মেসির জোড়া গোলে মায়ামির বড় জয়

মেসির জোড়া গোলে মায়ামির বড় জয়

ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ শেষে মেজর লিগ সকারে (এমএলএস) খেলতে নেমেই ঝলক দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার দুর্দান্ত দুটি গোলে বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি।

রোববার সকালে সিএফ মন্ট্রিয়লের মাঠে শেষ হওয়া ম্যাচে স্বাগতিকদের ৪-১ গোলে হারায় মেসির দল।

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর প্রথম ম্যাচ খেলতে নেমে মেসির ভুলেই ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল হজম করে মায়ামি। মাঝমাঠের নিচে নেমে যাওয়া মেসি বল ধরে নিজেদের রক্ষণে ব্যাক পাস ঠিকঠাক দিতে পারেননি। বল পেয়ে মন্ট্রিয়লকে এগিয়ে দেন জার্মান ফরোয়ার্ড প্রিন্স উসু।

শুরুর ধাক্কা সামলে দ্রুতই গুছিয়ে ওঠে মায়ামি। ৩৩তম মিনিটে মেসির টোকায় বল পেয়ে বক্সের বাইরে থেকে শটে মায়ামিকে সমতায় ফেরান আর্জেন্টাইন তাদেও আইয়েন্দে। এর মিনিট সাতেক পর দলকে এগিয়ে দেন মেসি নিজেই।

লুইস সুয়ারেসের হেড থেকে পাওয়া বল ধরে ডান পাশ দিয়ে বক্সে ঢুকে পড়েন মায়ামি অধিনায়ক। দুই ডিফেন্ডারের ভেতর দিয়ে দারুণভাবে এগিয়ে ঘিরে থাকা তিনজনের জটলার ভেতর থেকে নেওয়া শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান আটবারের ব্যালন ডিঅর জয়ী তারকা।

ম্যাচের এক ঘণ্টার মাথায় ব্যবধান বাড়ান ভেনেজুয়েলার তেলাস্কো সেগোভিয়া।

মিনিট দুয়েক পরই আরেকটি চোখধাঁধানো গোলে দলের জয় নিশ্চিত করেন মেসি। মাঝমাঠের একটু ওপরে থাকা সুয়ারেস বল বাড়ান তার দিকে। বল ধরে দ্রুতগতিতে এগিয়ে পরপর দুজনকে কাটিয়ে বক্সের ভেতর ঢোকেন আর্জেন্টাইন অধিনায়ক। সেখানে আরও দুজনকে কাটিয়ে জোরাল শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ১৭ ম্যাচ ৩২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে মায়ামি। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিনসিনাটি।

মন্তব্য করুন:

Add