ইতিহাস গড়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে ইতালি

১১ জুলাই ২০২৫

ইতিহাস গড়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে ইতালি

ইতিহাস গড়ে প্রথমবারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে ইতালি। ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারলেও আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের টিকিট পেতে অসুবিধা হয়নি দেশটির।

শুক্রবার হেগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৩৪ রানের সংগ্রহ পায় ইতালি। জবাবে ২২ বল হাতে রেখে ৯ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিক নেদারল্যান্ডস। এই ম্যাচ জিতে মূলপর্ব নিশ্চিত করেছে ডাচরাও।

গত ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বের টিকিট অনেকটাই নিশ্চিত করে রেখেছিল ইতালি। শেষ ম্যাচে তাদের দরকার ছিল কেবল হার এড়ানো অথবা বড় ব্যবধানে না হারা। নেদারল্যান্ডসের কাছে হারলেও ইতালিয়ানদের মূলপর্ব নিশ্চিত হয়ে যায় ডাচ ইনিংসের ১৫তম ওভারে।

দিনের আগের ম্যাচে টি-টুয়েন্টি বিশ্বকাপের সবশেষ চার আসরে খেলা স্কটল্যান্ডকে শেষ বলে ১ উইকেটে হারায় জার্সি। ফলে ইতালির সমান ৫ পয়েন্ট হওয়ায় মূলপর্বে খেলার সম্ভাবনা ছিল তাদেরও। কিন্তু শেষ পর্যন্ত নেট রান-রেটে পিছিয়ে থাকায় তা আর হয়নি।

বাছাইপর্ব শেষে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে মূলপর্বে উঠেছে নেদারল্যান্ডস। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে মূলপর্বের টিকিট নিশ্চত করা ইতালির নেট রান-রেট ০.৬১২। তৃতীয় স্থানে থাকা জার্সির নেট রান-রেট ০.৩০৬।

মন্তব্য করুন: