চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন ইয়ামাল
১৭ সেপ্টেম্বর ২০২৫

চোটের কারণে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন লামিনে ইয়ামাল। স্প্যানিশ এই তারকাকে ছাড়াই নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে দল ঘোষণা করেছে কাতালান ক্লাবটি।
বৃহস্পতিবার নিউক্যাসলের মাঠে এবারের চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচ খেলতে নামবে বার্সেলোনা।
স্পেনের হয়ে জাতীয় দলের দায়িত্ব পালনের সময় কুঁচকির চোটে পড়েন ইয়ামাল। ব্যাথানাশক নিয়ে সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে খেলেছিলেন বলে জানান বার্সেলোনা কোচ হানসি ফ্লিক। শিষ্যের ভালোভাবে যত্ন না নেওয়ায় স্পেন দলের ওপর ক্ষোভও ঝাড়েন তিনি।
এই চোটের কারণে গত রোববার ভালেন্সিয়ার বিপক্ষে ৬-০ গোলে জয়ের ম্যাচে খেলতে পারেননি ইয়ামাল। চলতি মৌসুমে লা লিগায় তিন ম্যাচে দুটি করে গোল ও অ্যাসিস্ট করেন তিনি।
ইয়ামাল ছাড়াও চোটে পড়া খেলোয়াড়দের তালিকায় আছেন ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে ও মিডফিল্ডার গাভি। মৌসুমের শুরুতেই চোটের কারণে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। তবে বুধবারের ঘোষণা করে দলে আছেন ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং।
ছয় বছর পর গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে খেলেছিল বার্সেলোনা। ফাইনালে ওঠার লড়াইয়ে ইন্টার মিলানের কাছে হেরে যায় তারা। অন্যদিকে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে উঠতে ব্যর্থ হয়েছিল নিউক্যাসল।
মন্তব্য করুন: