রিয়ালকে হটিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা
২৯ সেপ্টেম্বর ২০২৫

শুরুটা দারুণ করেও প্রথমে গোল হজম করে বসেছিল বার্সেলোনা। তবে আক্রমণাত্মক ফুটবলে সেই ধাক্কা কাটিয়ে দারুণ জয় তুলে নিয়েছে তারা। আর এতেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে সরিয়ে লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে হানসি ফ্লিকের দল।
রোববার ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারায় বার্সেলোনা। আধা ঘণ্টা পর পিছিয়ে পড়া দলকে বিরতির আগে সমতায় ফেরান জুলস কুন্দে। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের এগিয়ে দেন রবের্ট লেভানডফস্কি।
ম্যাচের ৭৫ শতাংশ সময় বল দখলে রাখা ফ্লিকের দল গোলের জন্য শট নেয় ২২টি, যার মধ্যে লক্ষ্যে রাখতে পারে ১২টি। অন্যদিকে ৭ শট নেওয়া সোসিয়েদাদের লক্ষ্যে থাকে ২টি।
শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকা বার্সেলোনা আচমকাই গোল হজম করে বসে ৩১তম মিনিটে। সোসিয়েদাদকে এগিয়ে দেন স্প্যানিশ ডিফেন্ডার আলভারো ওদ্রিওসোলা।
সমতায় ফিরতে খুব একটা অপেক্ষা করতে হয়নি বার্সেলোনাকে। ৪৩তম মিনিটে মার্কাস র্যাশফোর্ডের কর্নার থেকে হেডে বল জালে জড়ান ফরাসি ডিফেন্ডার কুন্দে।
৫৮তম মিনিটে চোট কাটিয়ে বদলি হিসেবে চার ম্যাচ পর মাঠে নামেন লামিনে ইয়ামাল। এর এক মিনিটের মধ্যেই দলকে এগিয়ে দিতে ভূমিকা রাখেন এই স্প্যানিশ তারকা। ডি-বক্সের ভেতর ঢুকে ক্রস করেন তিনি। তা থেকে হেডে গোল করেন লেভানডফস্কি। ৭৪তম মিনিটে ইয়ামাল বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা গোল হয়নি।
সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে এখন বার্সেলোনা। দুইয়ে নেমে গেছে ১৮ পয়েন্ট পাওয়া রিয়াল।
মন্তব্য করুন: