হ্যাটট্রিকের পরও আরও গোল করতে না পারার আফসোস এমবাপ্পের
১ অক্টোবর ২০২৫

কাইরাত আলমাতির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমের প্রথম হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে এরপরও সন্তুষ্ট নন তিনি। আরও গোল করতে না পারার আক্ষেপে পুড়ছেন ফরাসি এই তারকা।
মঙ্গলবার কাজাখস্তানের ক্লাব কাইরাতের মাঠে ৫-০ গোলের জয় পায় রিয়াল মাদ্রিদ। দলের হয়ে বাকি গোল দুটি করেন বদলি হিসেবে নামা এদুয়ার্দো কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াস।
ম্যাচের ২৫তম মিনিটে পেনাল্টি থেকে রিয়ালের প্রথম গোলটি করেন এমবাপ্পে। এবারের চ্যাম্পিয়নস লিগে টানা দুই এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে গোলের দেখা পেলেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।
দ্বিতীয় গোলের জন্য রিয়ালকে অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত। ৫২তম মিনিটে নিজেদের ডি-বক্স থেকে গোলরক্ষক থিবো কোর্তোয়া উঁচু করে শটে বল বাড়ান এমবাপ্পের দিকে। বল নিয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষ গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান তিনি।
কিছুক্ষণ পরেই হ্যাটট্রিকের সুযোগ আসে এমবাপ্পের সামনে। কিন্তু ভিনিসুস জুনিয়রের পাস বক্সে ফাঁকায় পেলেও লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি। ৭৫তম মিনিটে আর্দা গুলেরের বাড়ানো বল থেকে বক্সের মাথা থেকে জোরাল শটে হ্যাটট্রিক পূর্ণ করেন বিশ্বকাপ জয়ী এই তারকা।
চ্যাম্পিয়নস লিগে এটি এমবাপ্পের চতুর্থ হ্যাটট্রিক। ৮৯ ম্যাচে টুর্নামেন্টে তার মোট গোল হলো ৬০টি। এবারের ইউরোপ ক্লাব সেরার আসরে দুই ম্যাচে তার গোল এখন ৫টি। সব মিলিয়ে মৌসুমে এই ফরোয়ার্ডের গোল সংখ্যা ১৩টি।
ম্যাচ শেষে মুভিস্টারকে এমবাপ্পে বলেন, “আমার মতো একজন খেলোয়াড় যখন পাঁচটা সুযোগ পায়, তখন পাঁচটাই গোল করা উচিত। আজ আমি তিনটা গোল করেছি, সেটা ভালো, কিন্তু আরও করতে পারতাম। পোস্টের সামনে আরও নিখুঁত হতে কাজ করে যেতে হবে।”
দ্বিতীয় গোলের জন্য কোর্তোয়ার প্রশংসা করে ফরাসি এই তারকা বলেন, “ও জানত কিনা আমি দৌড়াচ্ছি, সেটা নিশ্চিত নই, তবে পাসটা অসাধারণ ছিল। গোলটার ৮০ শতাংশ ওর কৃতিত্ব, আর ২০ শতাংশ আমার।”
শিষ্যদের গোলের সুযোগ কাজে লাগাতে না পারার কথা মেনে নিয়েছেন কোচ শাবি আলোনসোও।
“এই ফরম্যাটে যখনই গোল করার সুযোগ আসে, সেটা হাতছাড়া করা যাবে না। আমরা আরও গোল করতে পারতাম। তবে আজকের কাজটা সম্পন্ন হয়েছে।”
মাদ্রিদ থেকে ৬ হাজার ৪০০ কিলোমিটার দূরে রিয়ালের জয়টি এলো আতলেতিকো মাদ্রিদের কাছে গত ম্যাচে ভরাডুবির পর। গত শনিবার নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে ৫-২ গোলে হেরেছিল রিয়াল। সেই ম্যাচে হারের ক্ষত এখনও দগদগে এমবাপ্পের স্মৃতিতে।
“কখনও ভুলে যাওয়া উচিত না, আমরা ভুলতে পারি না কী ঘটেছিল এই সপ্তাহন্তে। এটা আরেকটা টুর্নামেন্ট, কিন্তু যা হয়েছিল, সেটা মাথায় রেখে আরও ভালো হতে হবে। যেন আরেকটা রাতে এমন অভিজ্ঞতা না আসে।”
মন্তব্য করুন: