সেভিয়ার কাছে বিধ্বস্ত বার্সেলোনা

৫ অক্টোবর ২০২৫

সেভিয়ার কাছে বিধ্বস্ত বার্সেলোনা

দুর্দান্ত পারফরম্যান্সে লা লিগায় অপরাজিত। সুযোগ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ ওঠারও। কিন্তু প্রতিপক্ষের মাঠে রবের্ট লেভানডফস্কির পেনাল্টি মিস ও বিবর্ণ পারফরম্যান্সে তা আর হয়নি। এতেই বার্সেলোনাকে উড়িয়ে বড় জয় পেয়েছে সেভিয়া।

রোববার স্বাগতিকদের কাছে ৪-১ গোলে হারে বার্সেলোনা। চোটের কারণে লামিনে ইয়ামাল ও রাফিনিয়াসহ কয়েকজন ছাড়া মাঠে নামে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের প্রথম আট ম্যাচে অপরাজিত থাকার পর টানা দুই ম্যাচে হারল বার্সেলোনা। গত বুধবার চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে পিএসজির কাছে ২-১ গোলে হেরেছিল তারা।

বল দখল ও আক্রমণে সেভিয়ার থেকে বেশ এগিয়েই ছিল হানসি ফ্লিকের দল। ৬২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৭টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে আটটি। অন্যদিকে ১৩টি শট নেওয়া সেভিয়ার লক্ষ্যে ছিল পাঁচটি।

ম্যাচের ১৩তম মিনিটে পেনাল্টি থেকে সেভিয়াকে এগিয়ে নেন বার্সেলোনার সাবেক উইঙ্গার আলেক্সিস সানচেস। কয়েকটি সুযোগ হাতছাড়া করার পর ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ ফরোয়ার্ড আইসাক রোমেরো।

প্রথমার্ধের যোগ করা সময়ের সপ্তম বার্সেলোনার হয়ে এক গোল শোধ দেন মার্কাস র‌্যাশফোর্ড। ডান দিক থেকে পেদ্রির ক্রস থেকে ভলিতে বল জালে পাঠান এই ইংলিশ ফরোয়ার্ড। লা লিগায় এটি তার প্রথম গোল।

৭৬তম মিনিটে পেনাল্টি মিস করে বার্সেলোনাকে সমতায় ফেরানোর সুযোগ হাতছাড়া করেন লেভানডফস্কি।

৯০তম মিনিটে স্বাগতিকদের জয় অনেকটা নিশ্চিত করে দেন স্প্যানিশ ডিফেন্ডার হোসে আনহেল কারমোনা। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে চতুর্থ গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড অ্যাকর অ্যাডামস।

লিগে প্রথম হারে আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। চার জয়ে ১৩ পয়েন্ট নিয়ে চারে আছে সেভিয়া। ১৬ পয়েন্ট নিয়ে তিনে ভিয়ারিয়াল।

মন্তব্য করুন: