সেভিয়ার কাছে বিধ্বস্ত হয়েও দলের লড়াকু মনোভাবের প্রশংসায় বার্সা কোচ
৬ অক্টোবর ২০২৫

সেভিয়ার কাছে ৪-১ গোলের বড় হারের পর বার্সেলোনা কোচ হানসি ফ্লিক জানিয়েছেন, এই ম্যাচের ভুলগুলো বিশ্লেষণ করে তার দল আরও শক্তভাবে ফিরবে।
রোববার সেভিয়ার মাঠে লা লিগায় বড় হারের ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি মিস করে দলকে সমতায় ফেরানোর সুযোগ হাতছাড়া করেন রবের্ট লেভানডফস্কি। গত বুধবার চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে ২-১ গোলে হারের পর এটি ছিল ফ্লিকের দলের টানা দ্বিতীয় পরাজয়।
আট ম্যাচ শেষে বার্সেলোনা এখন ১৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে। ২ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচ শেষে ফ্লিক বলেন, “আজকের এই হার মেনে নিতে হবে, এবং আমি ইতিবাচকভাবেই দেখছি। আমরা আমাদের খেলার নেতিবাচক দিকগুলোও দেখছি, যেগুলো আমাদের বদলাতে হবে।”
“প্রথমার্ধটা ভালো ছিল না… আমরা আক্রমণ গড়ার কোনো সমাধানই খুঁজে পাইনি, এটা সত্যিই ভালো ছিল না। কিন্তু দ্বিতীয়ার্ধে দল যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে আমি তার খুবই প্রশংসা করি। আমি খুবই মূল্য দিচ্ছি। আমরা যা করেছি, যেভাবে খেলেছি, তা দেখে ভালো লেগেছে।”
“এই হার, এই অনুভূতি… আমাদের ধরে রাখতে হবে। বিরতির পর আবার যখন মাঠে নামব, তখন আমরা লড়ব। প্রতিটি শিরোপার জন্য আমরা লড়াই করব।”
“এই মুহূর্তে আমাদের জন্য বিরতি পাওয়াটা ভালো। খেলোয়াড়দের জন্যও যারা এখন জাতীয় দলের হয়ে খেলবে। আমি মনে করি, ওখানে ভিন্ন এক পরিবেশে থাকে তারা।”
“যখন তারা ফিরে আসবে… তখন আমরা কঠোর পরিশ্রম করব আমাদের আগের স্তরে ফিরতে, যেভাবে আমরা সাধারণত খেলতে চাই। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে পাশাপাশি কিছু খেলোয়াড়কে আবারও তাদের সেরা ফর্মে ফিরতে হবে।”
আগামী ১৮ অক্টোবর জিরোনার বিপক্ষে লিগ ম্যাচে দিয়ে মাঠে নামবে বার্সেলোনা।
মন্তব্য করুন: