প্রিমিয়ার লিগে ফেরার ইচ্ছা নেই, বায়ার্নের সঙ্গে নতুন চুক্তিতে আগ্রহী কেইন

৭ অক্টোবর ২০২৫

প্রিমিয়ার লিগে ফেরার ইচ্ছা নেই, বায়ার্নের সঙ্গে নতুন চুক্তিতে আগ্রহী কেইন

ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার ইচ্ছা আগের মতো আর নেই বলে জানিয়েছেন হ্যারি কেইন। বর্তমান ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা করতে আগ্রহী এই গোলমেশিন।

২০২৩ সালের গ্রীষ্মে টটনাম হটস্পার থেকে কোটি ৬৪ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে চার বছরের চুক্তিতে বায়ার্নে পাড়ি জমান কেইন। ইতোমধ্যে জার্মান ক্লাবটিতে চুক্তির অর্ধেক সময় পার করেছেন তিনি।

বায়ার্নের হয়ে এখন পর্যন্ত ১০৬ ম্যাচে ১০৩ গোল করেছেন ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার। গড়েছেন একাধিক রেকর্ডও। তার নৈপুণ্যে ২০২৪-২৫ মৌসুমে বুন্ডেসলিগার শিরোপা পুনরূদ্ধার করে বাভারিয়ানরা। এটি ছিল কেইনের ক্যারিয়ারের প্রথম কোনো শিরোপা। এছাড়া জিতেছেন জার্মান কাপও।

চলতি মৌসুমের শুরুটাও দুর্দান্ত করেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে এরই মধ্যে করে ফেলেছেন ১৮ গোল। জার্মান চ্যাম্পিয়নদের সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৭ পর্যন্ত। নতুন চুক্তির কোনো আলোচনা এখনও শুরু হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমকে কেইন জানান, সেই আলোচনার অপেক্ষায় আছেন তিনি।

দীর্ঘ সময় থাকার বিষয়ে বলতে গেলে, আমি অবশ্যই সেটা ভাবতে পারি। কয়েক সপ্তাহ আগে আমি খোলাখুলিভাবে বলেছিলাম, এখনও বায়ার্নের সঙ্গে সে বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে যদি আলোচনা শুরু হয়, আমি কথা বলতে এবং খোলামেলা আলোচনা করতে রাজি।

সবকিছু নির্ভর করছে আগামী এক বছর বা তার বেশি সময়ে কী অর্জন করি তার ওপর। আপাতত আমরা দারুণ একটা সময় পার করছি, আমি অন্য কিছু ভাবছি না।

সম্প্রতি টটনাম কোচ টমাস ফ্র্যাঙ্ক কেইনকে দলে পাওয়ার আগ্রহের কথা জানান। প্রিমিয়ার লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অ্যালান শিয়েরারের ২৬০ গোলের রেকর্ড ভাঙতে কেইনের আর ৪৮ গোলের প্রয়োজন।

কেইনেরও এক সময় নিজ দেশে ফেরার তাড়না ছিল। তবে এখন তা আর নেই বলে জানান ইংলিশ অধিনায়ক।

প্রিমিয়ার লিগে ফেরার বিষয়ে যদি কিছু বলেন, তাহলে আমি জানি না। আমি যখন প্রথম বায়ার্নে এলাম, তখন যদি কেউ জিজ্ঞেস করত, আমি নিশ্চিতভাবে বলতাম ফিরে যাব। কিন্তু এখন দুই বছর কেটে গেছে, আগ্রহটা কিছুটা কমে গেছে। তবে এটা বলব না যে আমি কখনও ফিরব না। এখন আমি বায়ার্নের হয়ে খেলছি এবং পুরোপুরি এই ক্লাবের প্রতিই নিবেদিত।

টটনাম ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কেইন সম্প্রতি ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা কোনো ক্লাবের হয়ে দ্রুততম সময়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। বায়ার্নের হয়ে তিনি এই কীর্তি গড়েছেন ১০৪তম ম্যাচে।

মন্তব্য করুন: