মায়ামিতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্তের সমালোচনায় বার্সা তারকা

৯ অক্টোবর ২০২৫

মায়ামিতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্তের সমালোচনায় বার্সা তারকা

যুক্তরাষ্ট্রের মায়ামিতে বার্সেলোনার ম্যাচ আয়োজনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন দলটির মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং। বিষয়টি একেবারেই পছন্দ হয়নি বলে জানিয়েছেন নেদারল্যান্ডসের এই ফুটবলার।

আগামী ২০ ডিসেম্বর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। উয়েফার অনুমোদনের পর বুধবার বিষয়টি নিশ্চিত করেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।

এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ইউরোপের শীর্ষ লিগের কোনো আনুষ্ঠানিক ম্যাচ বিদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আন্তর্জাতিক বিরতিতে বর্তমানে নেদারল্যান্ডস দলের সঙ্গে আছেন ডি ইয়ং। মাল্টার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বার্সেলোনার এই মিডফিল্ডার বলেন, “আমি ক্লাবগুলোর অবস্থান বুঝতে পারছি, এতে তারা লাভ করবে। কিন্তু আমি নিজে হলে এমন সিদ্ধান্ত নিতাম না। আমি এর সঙ্গে একমতও নই। এটা প্রতিযোগিতার দিক থেকেও অন্যায্য।

আমরা এখন নিরপেক্ষ ভেন্যুতে গিয়ে অ্যাওয়ে ম্যাচ খেলব। কিন্তু মনে হচ্ছে, কেউই আমাদের কথা শুনছে না।

ভিয়ারিয়াল-বার্সেলোনা ম্যাচটি ছাড়াও গত সোমবার ইতালিয়ান সেরি আর এসি মিলান কোমোর মধ্যকার ম্যাচটি ইউরোপের বাইরে আয়োজনের অনুমোদন দেয় উয়েফা। তবে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির সভাপতি আলেক্সান্দার সেফেরিন সিদ্ধান্তকেদুঃখজনকআখ্যা দিয়ে জোর দিয়ে জানান, বিশেষ বিবেচনায় এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। ভবিষ্যতের জন্য এটি কোনো নজির স্থাপন করবে না।

আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার পার্থে সেরি আর ম্যাচে কোমোর বিপক্ষে মাঠে নামবে এসি মিলান।

মন্তব্য করুন: