রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তের গোলে হারল বাংলাদেশ

৯ অক্টোবর ২০২৫

রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তের গোলে হারল বাংলাদেশ

হামজা চৌধুরীর গোলে শুরুতেই এগিয়ে যাওয়ার পর দুই গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফেরানোর পরও হার এড়াতে পারল না স্বাগতিকরা। শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে গোল হজম করে হংকংয়ের কাছে হেরে গেছে হাভিয়ের কাবরেরার দল।

বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ।

টানা দুই হারে ‘সি গ্রুপের তলানিতে আছে কাবরেরার দল। অন্যদিকে তিন ম্যাচে দুই জয়ে শীর্ষে হংকং।

সাত গোলের রোমাঞ্চকর ম্যাচের দ্বিতীয়ার্ধে হয় পাঁচ গোল। হংকংকে জয় এনে দেওয়া রাফায়েল মার্কিয়েস করেন হ্যাটট্রিক।

এদিন জামাল ভূঁইয়া, শমিত সোম ও ফাহামিদুলকে ছাড়াই শুরুর একাদশ সাজান কোচ কাবরেরা। ১৩তম মিনিট ডি-বক্সের বাঁ পাশে পাওয়া ফ্রি কিক থেকে দারুণ এক শটে বল জালে জড়ান হামজা। জাতীয় দলের জার্সিতে চতুর্থ ম্যাচে এই মিডফিল্ডারের দ্বিতীয় গোল। গত জুনে ভুটানের বিপক্ষে নিজের প্রথম গোলটি করেন লেস্টার সিটির এই ফুটবলার।

এগিয়ে যাওয়ার পর আরও আগ্রাসী মনোভাবে খেলতে শুরু করে স্বাগতিকরা। কিন্তু কয়েক দফা আক্রমণে গেলেও সেই সুযোগগুলো কাজে লাগাবে পারেননি রাকিব-সোহেলরা।

অন্যদিকে বিরতির আগে কয়েক দফা আক্রমণে যাওয়া হংকং সমতায় ফেরে অন্তিম মুহূর্তে। চার মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে কর্নার ক্লিয়ার করতে একের পর এক হেডে চেষ্টা করতে থাকে বাংলাদেশ। কিন্তু এক পর্যায়ে ফয়সাল আহমেদের হেড চলে যায় এভারটন কামারগোর পায়ে। সেখান থেকে বল জালে জড়ান তিনি।

বিরতির পর শুরুতেই সোহেল রানা জুনিয়রের গতিহীন ব্যাকপাসে গোল হজম করে বাংলাদেশ। ফাঁকায় বল পেয়ে হংকংকে এগিয়ে দেন মার্কিয়েস। ম্যাচে ফিরতে ৫৭তম মিনিটে একসঙ্গে জামাল, শমিত ও ফাহামিদুলকে মাঠে নামান কোচ।

৭৪তম মিনিটে সাদ উদ্দিনের পায়ের ফাঁক দিয়ে বক্সের ভেতর বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে দুই গোলে এগিয়ে দেন মার্কিয়েস।

এর ১০ মিনিট পর মোরসালিনের গোলে ব্যবধান কমে। ফাহামিদুলের শট ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি গোলরক্ষক। হাত ফসকে বল সামনের দিকে পড়ে গেলে ঠাণ্ডা মাথায় তা জলে জড়ান মোরসালিন।

ম্যাচে ফিরতে মরিয়া বাংলাদেশ আক্রমণে ধার বাড়ায়। যোগ করা নয় মিনিটের অষ্টম মিনিটে দলকে সমতায় ফেরান শমিত। মোরছালিনের কর্নার থেকে হেডে বল জালে জড়িয়ে স্বাগতিকদের উল্লাসে মাতান তিনি। জাতীয় দলের জার্সিতে কানাডার ক্যাভালরি এফসির এই মিডফিল্ডারের এটি প্রথম গোল।

এরপর পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ার অপেক্ষায় ছিল বাংলাদেশ। কিন্তু শেষ বাঁশি বাজার আগে ঘটল অঘটন। ডিফেন্সের ভুলে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে স্বাগতিকদের স্তব্ধ করে দেন মার্কিয়েস।

আগামী মঙ্গলবার হংকংয়ের মাটিতে ফিরতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

মন্তব্য করুন: