রাকিবের শেষের গোলে হংকংয়ের মাঠে বাংলাদেশের ড্র
১৪ অক্টোবর ২০২৫

এএফসি এশিয়ান কাপের মূলপর্বের আশা বাঁচিয়ে রাখতে জয়ের লক্ষ্য নিয়ে হংকংয়ের মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু পেনাল্টি থেকে গোল হজম করে প্রথমার্ধেই পিছিয়ে পড়ে তারা। তবে রাকিব হোসেনের গোলে শেষ পর্যন্ত একটি পয়েন্ট পেয়েছে হাভিয়ের কাবরেরার দল।
মঙ্গলবার কাই তাক স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগের ম্যাচে হংকংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। গত বৃহস্পতিবার ঢাকায় প্রথম লেগে রেফারির শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে গোল হজম করে ৪-৩ ব্যবধানে হেরেছিল তারা।
২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া মূলপর্বে আশার টিকিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না হামজা-জামালদের। তবে তা না হওয়ায় মূলপর্বে খেলার স্বপ্ন প্রায় শেষই বলা চলে তাদের। ‘সি’ গ্রুপে ৪ ম্যাচে ২ ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে আছে বাংলাদেশ। ৮ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে আছে হংকং। গ্রুপের শীর্ষ দল মূলপর্বের টিকিট পাবে।
এদিন শুরুর একাদশের হয়ে মাঠে নামেন আগের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামা দুই প্রবাসী মিডফিল্ডার শমিত সোম ও ফরোয়ার্ড জায়ান আহমেদ।
ম্যাচের ৩৬তম মিনিটে কাজী তারিক রায়হান ডি-বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় হংকং। সফল স্পট কিক থেকে এগিয়ে যায় স্বাগতিকরা।
৬৪তম মিনিটে জায়ান ও সোহেল রানাকে তুলে নিয়ে জামাল ভূঁইয়া ও ফাহামিদুল ইসলামকে মাঠে নামান কাবরেরা। দ্বিতীয়ার্ধে ভালো খেলে গোলের কয়েকটি সুযোগ তৈরি করে বাংলাদেশ।
৭৫তম মিনিটে ডিফেন্ডার অলিভার গারবিগ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় হংকং। এই সুযোগ কাজে লাগিয়ে হংকংকে চেপে ধরে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৮৪তম মিনিটে ফাহামিদুলের অ্যাসিস্টে দলকে সমতায় ফেরান রাকিব।
মন্তব্য করুন: