৯৫০ গোলের অনন্য মাইলফলকে রোনালদো
২৬ অক্টোবর ২০২৫
ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে পেশাদার ক্যারিয়ারে ৯৫০তম গোলের দেখা পেয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
শনিবার সৌদি প্রো লিগে আল হাজমের বিপক্ষে আল-নাসেরের ২-০ গোলে জয়ের ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন রোনালদো। ম্যাচের শেষ মুহূর্তে কাছ থেকে নেওয়া শটে মাইলফলক ছোঁয়া গোলটি করেন করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড।
চলতি মৌসুমে লিগে এটি রোনালদোর ষষ্ঠ গোল। ক্লাবের হয়ে সবশেষ চার ম্যাচেই পেয়েছেন গোলের দেখা। ২০২৩ সালে সৌদি আরবে পাড়ি জমানোর পর এখনও লিগ শিরোপা জেতা হয়নি রোনালদোর। তবে এবারের মৌসুমের প্রথম ছয় ম্যাচের সবকটিতেই জিতে শুরুটা দুর্দান্ত করেছে তার দল আল-নাসের। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১৯ ম্যাচে রোনালদোর গোল এখন ১০৬টি।
১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করার পথে এগুতে থাকা ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি মাসের শুরুর দিকে এক সাক্ষাৎকারে বলেন, “মানুষ, বিশেষ করে আমার পরিবার বলে, ‘এখন থেমে যাও। তুমি সব কিছুই অর্জন করেছ। হাজার গোল করার প্রয়োজন কী?’ কিন্তু আমি তা মনে করি না। আমি এখনও ভালো খেলছি, আমার ক্লাব ও জাতীয় দলকে সাহায্য করছি। তাহলে কেন থামব?”
“আমি নিশ্চিত, যখন আমি থামব, আমি পরিতৃপ্ত থাকব, কারণ আমি আমার সর্বস্ব দিয়েছি। আমি জানি আমার হাতে আর অনেক বছর নেই, কিন্তু যত দিন আছে, তত দিন আমি ফুটবলটা উপভোগ করতে চাই।”















মন্তব্য করুন: