রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপের আরও কাছে স্পেন
১৬ নভেম্বর ২০২৫
মিকেল ওইয়ারসাবালের জোড়া গোলে জর্জিয়াকে গুঁড়িয়ে ২০২৬ বিশ্বকাপের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে স্পেন। একই সঙ্গে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে লুইস দে লা ফুয়েন্তের দল।
শনিবার ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ‘ই’ গ্রুপের ম্যাচে প্রতিপক্ষের মাঠে ৪-০ গোলের জয় তুলে নেয় স্পেন।
ম্যাচের একাদশ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন জাতীয় দলের হয়ে ৫০তম ম্যাচ খেলতে নামা রিয়াল সোসিয়েদাদ ফরোয়ার্ড ওইয়ারসাবাল। এরপর প্রথমার্ধে স্কোরশিটে নাম তোলেন আর্সেনাল মিডফিল্ডার মার্তিন সুবিমেন্দি ও বার্সেলোনা ফেররান তোরেস। ৬৩তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন ওইয়ারসাবাল।
স্পেনের রেকর্ড গড়া অপরাজিত থাকার যাত্রা শুরু হয় ২০২৩ সালের মার্চে। এর আগে ভিসেন্তে দেল বস্কের কোচিংয়ে ২০১০ থেকে ২০১৩ টানা ২৯ ম্যাচ অপরাজিত ছিল দলটি। সে সময় নিজেদের একমাত্র বিশ্বকাপসহ দ্বিতীয়বারের মতো ইউরো জিতেছিল স্প্যানিশরা।
গ্রুপে পাঁচ ম্যাচের সবকটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে স্পেন। প্রতিপক্ষের জালে ১৯ গোল দেওয়া দলটি হজম করেনি একটিও। ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা তুরস্কের সঙ্গে তাদের গোল পার্থক্য ১৪টি।
আগামী মঙ্গলবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও তুরস্ক। দুই দলের প্রথম দেখায় ৬-০ গোলে জিতেছিল দে লা ফুয়েন্তের দল।















মন্তব্য করুন: