ভারতকে হারানোর বড় সুযোগ দেখছেন জামাল

১৭ নভেম্বর ২০২৫

ভারতকে হারানোর বড় সুযোগ দেখছেন জামাল

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে ঘরের মাঠে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। হামজা চৌধুরী ছাড়াও এবারের দলে আছেন শমিত সোম ফাহামিদুল হকের মতো বাইরের লিগে খেলা ফুটবলাররা। সব মিলিয়ে এই দলকে নিয়ে ভারতকে হারানোর বড় সুযোগ হিসেবে দেখছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

মঙ্গলবার ঢাকায় জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় মাঠে নামবে মূলপর্বের আশা শেষ হয়ে যাওয়া বাংলাদেশ ভারত। সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জামাল জানান, দলের জন্য ম্যাচটি আবেগের।

এটা অনেক আবেগের ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক আপনাদের জন্যও ইতিবাচক হবে। তাই আমার জন্য ম্যাচটি আবেগের, একই সঙ্গে মস্তিষ্ক ব্যবহার করে খেলতে হবে।

২০০৩ সালে দক্ষিণ এশিয়ান গেমসের পর ভারতকে আর হারাতে পারেনি বাংলাদেশ। ২০১৯ সালে কলকাতায় সাদ উদ্দিন দলকে এগিয়ে নিয়ে জয়ের আশা জাগিয়েছিলেন। কিন্ত শেষ দিকে গোল হজম করায় তা আর হয়নি।

সবশেষ এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় হামজার। এরই মধ্যে ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডার দেশের হয়ে ছয় ম্যাচে করেছেন গোল, যার দুটি এসেছে সবশেষ নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ।

বর্তমান দলকে নিজেদের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড দাবি করে জামাল বলেন, “কালকের ম্যাচে অনেক ফ্রি কিক হবে, হলুদ কার্ড হবে, গালাগালি হবে। তবে আমি এটা স্বাভাবিক ম্যাচ হিসেবে ধরব। তবে এই ম্যাচের তাৎপর্য আমি জানি। বর্তমানে আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।

অধিনায়ক জয়ের বড় সুযোগ হিসেবে দেখলেও বাংলাদেশের দুশ্চিন্তার নাম রক্ষণভাগ গোলকিপিং। হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে বাছাইপর্বের সবশেষ ম্যাচে বাজে রক্ষণ গোলকিপিংয়ের খেসারত হিসেবে একদম অন্তিম মুহূর্তে গোল হজম করে ম্যাচ হারতে হয়েছিল দলকে। এছাড়া নেপালের বিপক্ষে গত মঙ্গলবার শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ ড্র করে বাংলাদেশ।

এরপরও ভারতের বিপক্ষে ম্যাচে গোলরক্ষক মিতুল মারমার ওপরই আস্থা রাখছেন কোচ হাভিয়ের কাবরেরা। নিশ্চিত করেছেন ম্যাচে গোলপোস্ট মিতুলই সামলাবেন।

না, মিতুলই খেলবে।… ‘আগামীকাল এমন কিছু হলে চলবে না। নিয়ে আমরা বিশেষভাবে কাজ করছি। সঠিকভাবে বক্স ডিফেন্ড করতে পারলে সমস্যা হবে না।

মন্তব্য করুন: