ভারতকে হারানোকে ক্যারিয়ারের অন্যতম সাফল্য হিসেবে দেখছেন হামজা

১৯ নভেম্বর ২০২৫

ভারতকে হারানোকে ক্যারিয়ারের অন্যতম সাফল্য হিসেবে দেখছেন হামজা

শেখ মোরছালিনের গোল এবং হামজা চৌধুরীর নৈপুণ্যে দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের অপেক্ষায় দল কাছে কতটা উদগ্রীব হয়ে ছিল তা বোঝা যায় ম্যাচ শেষে খেলোয়াড়, কোচ, কোচিং স্টাফ ও স্বাগতিক দর্শকদের বাঁধভাঙা উল্লাস দেখলেই। আর এটিকে ক্যারিয়ারের সেরা সাফল্যের একটি বলে আখ্যা দিয়েছেন লেস্টার সিটির হয়ে ইংল্যান্ডের এফএ কাপের শিরোপা জেতা হামজা।

মঙ্গলবার ঢাকায় জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ‘সি গ্রুপের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ।

পাল্টা আক্রমণে একাদশ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন মোরছালিন। বাঁ পাশ থেকে রাকিব হোসেনের ডি-বক্সের ভেতর বাড়ানো বল দৌড়ে এসে গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে এই ফরোয়ার্ড। জাতীয় দলের জার্সিতে এটি তার সপ্তম গোল।

পুরো ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা হামজার নৈপুণ্যে প্রথমার্ধে একটি গোল হজমের হাত থেকে বেঁচে যায় দল। গোলরক্ষক মিতুল মারমার পোস্ট ছেড়ে অনেকটা দূরে চলে গেলে ফাঁকা জালে ভারতের ক্রস হেডে ক্লিয়ার করেন হামজা।

২০০৩ সালের পর এই প্রথম ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। সেবার ঘরের মাঠে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে ২-১ গোলের জয় পেয়েছিল মতিউর রহমান মুন্না-আমিনুল হোসেনরা।

দীর্ঘ অপেক্ষার পর ভারতকে হারাতে পারার উচ্ছ্বাস ছুঁয়েছে হামজাকেও। তবে বাছাইপর্ব পেরিয়ে এশিয়ান কাপের মূলপর্বে খেলতে না পারার আক্ষেপও আছে কিছুটা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, “আমরা আজ ১৮ কোটি মানুষকে খুশি করেছি। পৃথিবীর আর কোথাও এটা সম্ভব নয়। তাই এটি অবশ্যই আমার ক্যারিয়ারের সেরা সাফল্যের মধ্যে থাকবে।

হ্যাঁ, কষ্ট লাগে অবশ্যই (বাছাই পেরুতে না পারা)। কিন্তু এটিও এক ধরনের ফাইনাল ছিল। ২২ বছর মানুষ অপেক্ষা করে আছে বড় ম্যাচ জেতার জন্য। আজ সেটাই হয়েছে। আমরা সবাই জানতাম-পারফরম্যান্স তো হচ্ছেই, এবার দরকার ফল। আজ হয়তো পারফরম্যান্সটা পুরোদমে হয়নি, কিন্তু ফল এসেছে। এখন মার্চে আবার নতুন করে তৈরি হবো এবং দুইটিকে একসাথে মিলিয়ে আরও শক্ত দল হয়ে ফিরব, ইনশাআল্লাহ।

পাঁচ ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘সি গ্রুপের তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে তলানিতে ভারত। আগামী বছর মার্চে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।

মন্তব্য করুন: